Calcutta High Court: 'মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, মামলা খারিজ হাইকোর্টের
Metro Dairy: শেয়ার হস্তান্তর নিয়ে সিবিআই তদন্তের দাবিতে মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
কলকাতা: মেট্রো ডেয়ারির (Metro Dairy Limited) শেয়ার হস্তান্তর মামলায় রাজ্যের (West Bengal) স্বস্তি। শেয়ার হস্তান্তর নিয়ে সিবিআই (CBI) তদন্তের দাবিতে মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সেই মামলা খারিজ করল হাইকোর্ট (Calcutta High court)। শেয়ার হস্তান্তরের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় বলে জানাল হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সিবিআই তদন্তের দাবি: উল্লেখ্য, মেট্রো ডেয়ারির শেয়ার জলের দরে সিঙ্গাপুরের (Singapore) সংস্থাকে বিক্রির অভিযোগ ওঠে ২০২১-এ। এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছিলেন, 'সিবিআই এর ওপর লোকের ভরসা আছে। সিবিআই তদন্ত করতে রাজিও আছে। অতএব, যেভাবে নারদা, সারদার ওপর কোর্ট দায়িত্ব দিয়েছেন, মানুষের ইচ্ছার ওপরে গুরুত্ব দিয়ে এটারও তদন্ত দেওয়া উচিত। তা না হলে রাজ্য সরকারের এত বড় দুর্নীতি প্রকাশ্যে আসবে না।'
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর চূড়ান্ত শুনানি ছিল মেট্রো ডেয়ারি মামলার। ১০ ডিসেম্বরের মধ্যে সবপক্ষকে অবস্থান জানানোর নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জলের দরে সিঙ্গাপুরের সংস্থাকে শেয়ার বিক্রির অভিযোগ করা হয়েছিল। রাজ্যের ৪৭% শেয়ার নামমাত্র দামে বিক্রির অভিযোগ ওঠে। নামমাত্র দামে বিক্রির এই অভিযোগটি করেছিলেন অধীর চৌধুরী। তিনি শেয়ার বিক্রির তদন্ত চেয়ে মামলা করেন। কংগ্রেস (Congress) নেতার করা জনস্বার্থ (PIL) মামলা নতুন মোড় নেয়। আদালত নির্দেশ দিলে তদন্ত করতে প্রস্তুত সিবিআই, খবর ছিল এমনটাই।
অধীর চৌধুরীর বক্তব্য: এ বিষয়ে অধীর চৌধুরী বলেছিলেন, 'আদালত নির্দেশ দিলে সিবিআইকে তদন্ত করতেই হবে। আদালতে আমি এটাই দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে মেট্রো ডেয়ারির একটা বড় কেলেঙ্কারি হতে চলেছে। কারণ মেট্রো ডেয়ারির সরকারি শেয়ার ছিল ৪৭ শতাংশ। সেটা বেসরকারি পুঁজিপতিকে বিক্রি করা হয়েছে মাত্র ৮৫ কোটি টাকায়। অথচ সেই বেসরকারি সংস্থা, যারা রাজ্যের থেকে ৪৭ শতাংশ শেয়ার কিনল, তারা ১৫ শতাংশ সিঙ্গাপুরের সংস্থাকে বিক্রি করে রোজগার করল ১৩৫ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এই গোটা চুক্তির মধ্যে দুর্নীতির ছায়া রয়েছে। আমার মনে হয়েছে, এর নিরপেক্ষ সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন। জলের দরে বেসরকারি সংস্থাকে বিক্রি করা হয়েছে। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। এর সত্যতা জানা উচিত মানুষের।'
আরও পড়ুন: Javed Samim: 'রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক' জানালেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম