Justice Abhijit Ganguly : ‘কতদিনে শেষ হবে সিবিআই তদন্ত? আমার চোখে আরও দুর্নীতির ইঙ্গিত আসছে’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
CBI : সপ্তাহখানেক আগেই সিবিআইয়ের তদন্ত নিয়ে দিনের শুরু উষ্ণাপ্রকাশ করলেও পরের দিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাতেই আস্থা রেখে তাদের থেকে ম্যাজিকের প্রত্যাশা রাখেন বলে জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়
সৌভিক মজুমদার, কলকাতা : ‘কতদিনে শেষ হবে সিবিআই তদন্ত?’ ফের প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি আরও দুর্নীতির ইঙ্গিত তিনি পাচ্ছেন জানিয়ে তদন্তে লোক বাড়ানোর কথাও বলেছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ফের একবার সিবিআইয়ের তদন্ত নিয়ে উষ্ণাপ্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও সেদিনই পরে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরই আস্থা রেখে বলেছিলেন, 'সিবিআই ম্যাজিক দেখাতে পারে।'
কতদিনে শেষ হবে তদন্ত ?
সিবিআইয়ের আইনজীবীকে একটি মামলার মাঝে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, 'কাল এক জায়গায় গিয়েছিলাম। সমাজের উপরতলার বহু মানুষ সেখানে ছিলেন। তাঁরা একের পর এক আমায় জিজ্ঞেস করছেন, তদন্ত কবে শেষ হবে’। যারপরই কবে তদন্ত শেষ হবে জানতে চান তিনি।
'আরও দুর্নীতির ইঙ্গিত'
পাশাপাশি অন্য একটি মামলার শুনানির মাঝে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘লোক কোথায়? সিবিআইকে লোক বাড়াতে হবে। আমার চোখে যা আসছে, তাতে আরও দুর্নীতির ইঙ্গিত আসছে। সেক্ষেত্রে সিটে লোক না বাড়ালে হবে না। প্রয়োজনে অর্ডার দেবো, কারণ সিবিআই আরও বহু মামলার তদন্ত করছে’।
ম্যাজিকের প্রত্যাশা
প্রসঙ্গত, দিন সাতেক আগেই দিনের শুরুতে নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে, CBI-কে তিরস্কার করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, CBI-এর SIT-এর কয়েকজন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে তাঁদের বদল করা হতে পারে। কিন্তু দিনের শেষে, তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলার পর, CBI তদন্তের ওপরই আস্থা রাখলেন মাননীয় বিচারপতি। বললেন, ‘সিবিআই ম্যাজিক দেখাতে পারে, আশা করব, তারা তা দেখাবে’।
বিচারপতি আরও বলেন, ‘সিবিআইয়ের উপর আমার আশা আছে, তদন্তকারী অ.ফিসারদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি ওদের কেন সময় লাগছে। সিবিআই যেন নিজেদের জায়গা ধরে রাখতে পারে, তা দেখতে হবে’। তিনি আরও বলেন, ‘‘কেউ আমার কাছে জানতে চেয়েছিল, মুড়ি-মুড়কির মতো CBI দিচ্ছি। উত্তরে বলেছি, মুড়ি-মুড়কির মতো দুর্নীতি, তাই এত CBI তদন্তের নির্দেশ দিয়েছি।’’ এদিন শুনানি চলাকালীন CBI-এর তরফে অভিযোগ করা হয়, তা কী তদন্ত করছে, তা দেখার জন্য এজলাসে থাকছে CID!
মুড়ি-মুড়কির মতো সিবিআই
গত আঠারোই সেপ্টেম্বর এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে, পরপর CBI তদন্তের নির্দেশ নিয়ে মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার প্রশ্ন ছিল, ‘‘সমালোচকরা বলছেন যে আপনি মুড়ি-মুড়কির মতো সিবিআই দিয়েছেন। এবার সেই সিবিআই কতটা গতির সঙ্গে তদন্ত করছে, সেগুলো জানা এবং নিয়ন্ত্রণের জন্য আপনি কী কী করতে পারেন।’’ জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘‘মুড়ি-মুড়কির মতো দুর্নীতি হয়েছে বলেই মুড়ি-মুড়কির মতো সিবিআই দিতে হয়েছে।’
আরও পড়ুন- বাড়ছে প্রাথমিকে নিয়োগের আবেদনের সময়সীমা, জানাল পর্ষদ