Calcutta High Court: সিপিএম-বিজেপির পার্টি অফিস বন্ধের নির্দেশ, কড়া অবস্থান হাইকোর্টের
West Bengal News: বিচারপতি নির্দেশ দিয়েছেন নির্মাণ খতিয়ে দেখে পার্টি অফিস ভাঙার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কলকাতা: তৃণমূলের পর এবার সিপিএম-বিজেপির পার্টি অফিস নিয়েও কড়া নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। রাজারহাটে সিপিএম-বিজেপির ৪ পার্টি অফিস বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। সেচ দফতর, পূর্ত দফতর ও হিডকোর জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। বিচারপতি নির্দেশ দিয়েছেন নির্মাণ খতিয়ে দেখে পার্টি অফিস ভাঙার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পার্টি অফিস বন্ধের নির্দেশ: তৃণমূলের পর এবার আরও দুই রাজনৈতিক দলের পার্টি অফিস বন্ধের নির্দেশ দিল আদালত। নিউটাউনে সেচ দফতর, পূর্ত দফতর ও হিডকোর জমি দখল করে গড়ে তোলা সিপিএম-বিজেপির পার্টি অফিস বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ, তিনটি ৪ পার্টি অফিসই বন্ধ করতে হবে। বিচারপতি নির্দেশ দিয়েছেন, নির্মাণ খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে নিউটাউনে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। নিউটাউনে হিডকোর জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি জেনেও হিডকো এবং নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ কোনও পদক্ষেপ করেনি- এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চায় আদালত। তাদের জমিতে বেআইনি পার্টি অফিস গড়ে উঠেছে বলে রিপোর্ট দিয়ে জানায় হিডকো। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিন্হার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল নিউটাউনে হিডকোর জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের ৩টি পার্টি অফিসই ভেঙে ফেলতে হবে। পাশাপাশি, তিনি হিডকোর আইনজীবীকে প্রশ্ন করেছিলেন, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? দখল হয়ে যাচ্ছে ফুটপাথ! অবৈধ নির্মাণ করা হচ্ছে! আপনাদের কি নির্দিষ্ট কোনও আইন নেই?' এরপরই তৃণমূলের ৩টি পার্টি অফিসে নোটিস টাঙিয়ে দেয় হিডকো। নিউটাউনের BE ব্লকের পার্টি অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই ছবি দেখা যায় BA ব্লকের পার্টি অফিসে। তালাবন্ধ টিন দিয়ে তৈরি এই পার্টি অফিসও। মামলাকারীর দাবি করেন, হিডকোর জমিতে এরকম অন্তত ৩৫ টি পার্টি অফিস বানানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ছিঁড়ে দেওয়া হল পোস্টার-ব্যানার, সিপিএম প্রার্থী সৃজনের নিশানায় তৃণমূল