Calcutta High Court: প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের
DELED Notification : ৬০০ কলেজ, ৩০ হাজার পড়ুয়া, সংক্ষিপ্ত সময়ে বিজ্ঞপ্তির অভিযোগে মামলা হয়েছিল। যা মামলায় হাইকোর্টের বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে।
সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। ৯ জুন পর্যন্ত ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ৬০০ কলেজ, ৩০ হাজার পড়ুয়া, সংক্ষিপ্ত সময়ে বিজ্ঞপ্তির অভিযোগে মামলা হয়েছিল। যা মামলায় হাইকোর্টের বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে। মহামান্য আদালতের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৬ জুন সিঙ্গেল বেঞ্চে থাকা অন্য মামলার সঙ্গে এই মামলার শুনানি হবে।
জনস্বার্থ মামলার আইনজীবীর বক্তব্য, ৩০ হাজার পড়ুয়া, ৬০০ কলেজ। ২০২১ থেকে ২০২৩ সালের ভর্তির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অথচ আগের দুটো বছরের ক্লাস হলো না, কিছুই হলো না। প্রতি ভর্তিতে তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে। কিসের প্রয়োজনে এত সংক্ষিপ্ত সময়ে এই বিজ্ঞপ্তি ? ৩১ মে থেকে ২ জুনের মধ্যে ফর্ম ভর্তি সহ জমা যাবতীয় প্রক্রিয়া সারতে হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। আগে এই নিয়ে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল। ৬ জুনে সিঙ্গেল বেঞ্চে সেই মামলার পরবর্তী শুনানি। তাই তড়িঘড়ি ৩০ মে বিজ্ঞপ্তি জারি করে ভর্তি শুরু র নির্দেশ দেওয়া হল। প্রসঙ্গত, এর আগেও এই নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।
এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয় ছিলেন, বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিস্তারিত নথি ছবিসহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। পাশাপাশি ওই শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম সরকারি বিভাগে নথিভুক্ত করা হয়নি অবিলম্বে তাদের নাম নথিভুক্ত করতে হবে। যাতে তাদের পরবর্তীকালে নিয়োগের ক্ষেত্রে নথিভুক্ত ছাত্র ছাত্রী হিসেবে তারা গণ্য হন।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে উল্লেখ করে ৩০ শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক পর্ষদ।
আরও পড়ুন- আগুন গরমে তাপপ্রবাহের সতর্কতা, উঁকি দিচ্ছে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি
প্রাথমিক পর্ষদের সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। সেই ভিত্তিতেই শুনানিতে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?