Partha Chatterjee: আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার দেখাল সিবিআই
Primary Teachers Recruitment Scam Case: প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভার্চুয়াল মাধ্যমে প্রেসিডেন্সি জেল থেকে পেশ করা হয়।
কলকাতা : আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায় । এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার দেখাল সিবিআই। ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের মধ্যেই পার্থকে গ্রেফতার দেখাল সিবিআই। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করল আদালত।
এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। গতকাল সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআইয়ের তরফে আবেদন করা হয়, গত দুই বছর ধরে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছিল, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। তাই তাঁকে Shown Arrest দেখাতে চান। সেই নিয়ে আজ মামলার শুনানি হয় । প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভার্চুয়াল মাধ্যমে প্রেসিডেন্সি জেল থেকে পেশ করা হয়। বিচারক তাঁর সঙ্গে কথা বলেন। এরপর পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে Shown Arrest দেখানোর জন্য সিবিআইয়ের যে আবেদন, তা মঞ্জুর করেছে আদালত।
সিবিআই সূত্রের খবর, তাদের তরফে যে রিমান্ড প্রেয়ার পেশ করা হয়েছে সেখানে একাধিক তথ্য পেশ করা হয়েছে। বলা হয়েছে, বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। অয়ন শীল, কুন্তল ঘোষদের কাছে লিস্ট চলে যেত। বাজার থেকে প্রায় ১ কোটি ৬৭ লক্ষ টাকা তোলা হয়েছে বেআইনিভাবে। সেই টাকা কোনওভাবে প্রভাবশালীদের কাছে পৌঁছে গেছে। অর্থাৎ, পার্থ চট্টোপাধ্যায় এতে জড়িত বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। এই সমস্ত তথ্য সামনে আসার পরেই সিবিআইয়ের তরফে শোন অ্যারেস্টের আবেদন করা হয়।
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দারস্থ পার্থ চট্টোপাধ্য়ায়। আজ শুনানি চলাকালীন তাঁর আইনজীবী মুকুল রোহতগি বলেন, দু'বছর দুমাস হল পার্থ চট্টোপাধ্য়ায় জেলে রয়েছেন, নিয়োগ দুর্নীতি মামলায় ED গ্রেফতার করেছে তাঁকে। তদন্ত করছেন তাঁরা। তাঁকে জামিন দেওয়া হোক। আজকে সুপ্রিম কোর্ট ED-র উদ্দেশ্য়ে নোটিস জারি করে এই প্রেক্ষিতে তাঁদের বক্তব্য় জানতে চেয়েছেন। পুজোর পর পরবর্তী শুনানি।
২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার করা হয় পার্থকে। এর পর শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব পদ কেড়ে নেওয়ার পাশাপাশি, দলের তরফে তাঁকে সাসপেন্ডও করা হয়।
আরও পড়ুন ; দু'বছর দু'মাস অতিক্রান্ত, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন পার্থর, হেফাজতে পেতে তৎপর CBI-ও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।