Blast News: বিকট শব্দে পর পর বিরাট বিস্ফোরণ, চম্পাহাটিতে বাজি কারখানায় পুড়ে ঝলসে গেল একাধিকের দেহ!
চূর্ণবিচুর্ণ হয়ে গেছে অ্যাসবেস্টর্স শেড। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে, ঝলসে গেছে প্রায় ৪৫ ফুট লম্বা গাছের একাংশ।

কলকাতা: চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ। গুরুতর আহত ৪, পিয়ারলেস হাসপাতালে ভর্তি ২ জন। পরপর ৩টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, দাবি স্থানীয়দের। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানার একটা অংশ, ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। বিস্ফোরণে ধুলোয় মিশেছে বাড়ির দেওয়াল।
বিস্ফোরণের জেরে একজনের দেহের ৯০ শতাংশ পুড়ে গেছে। দ্বিতীয়জনের দেহের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে।
চূর্ণবিচুর্ণ হয়ে গেছে অ্যাসবেস্টর্স শেড। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে, ঝলসে গেছে প্রায় ৪৫ ফুট লম্বা গাছের একাংশ। টুকরো টুকরো হয়ে গেছে ইটের দেওয়াল। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে ফিরল বাজি বিস্ফোরণের ভয়াবহ স্মৃতি।
স্থানীয় সূত্রে দাবি, শনিবার দুপুর বারোটা দশ নাগাদ, পরপর তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তাঁদের দাবি, বাজি তৈরি হওয়ার সময়ই বিপত্তি ঘটে। কিন্তু এই প্রথম এমন ঘটনা ঘটল তা নয়। এর আগেও বারবার বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। প্রাণ গেছে একাধিক মানুষের। বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৪ জন।
চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ ফের একবার প্রশ্ন তুলে দিল পুলিশের নজরদারির উপর।






















