Chandannagar News: দিল্লিতে সন্তানের কাছে গিয়েছিলেন মা-বাবা, ফেরার আগেই হারালেন সব !
Chandannagar Theft Case: দিল্লিতে ছেলের কাছে গিয়েছিলেন মা বাবা। রাতে বাড়িতে কেউ ছিল না, তার মাঝেই সব হারাল মোদক পরিবার ।
সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: বড়সড় চুরির ঘটনা ঘটল চন্দননগরে। দিল্লিতে (Delhi) ছেলের কাছে গিয়েছিলেন মা বাবা। রাতে বাড়িতে কেউ ছিল না,সেই সুযোগে তালা ভেঙে সর্বস্ব চুরি চন্দননগর নাড়ুয়ায়। জানা গিয়েছে, চুরি গিয়েছে ৩০ ভরি সোনার গহনা এবং নগদ পঞ্চাশ হাজার টাকা।
চন্দননগর নাড়ুয়ায় বছর দুয়েক আগে দোতালা বাড়ি করেছেন মিষ্টান্ন ব্যবসায়ী সুদীপ মোদক।পোলবার মহানাদ চৌমাথায় তার মিষ্টির দোকান। সুদীপ মোদকের ছেলে দেবমাল্য পাইলটের ট্রেনিং নিতে দিল্লিতে থাকেন। সেখানেই পাঁচ দিন আগে সস্ত্রীক গেছেন সুদীপ মোদক।তার নাড়ুয়ার বাড়ি দেখাশোনা করছিল শ্বশুর বাড়ির লোকজন। গতকাল রাতে কেউ ছিলেন না বাড়িতে।
জানা গিয়েছে, চুঁচুড়া শুঁড়িপাড়ায় শ্বশুরবাড়ি সুদীপ বাবুর। শ্বাশুড়ি রীতা দাস বলেন, 'জামাই কাল বাড়ি ফিরবে। তাই আজ সকালে মেয়ের বাড়িতে আসি। দেখি সদর দরজার তালা ভাঙা। ঘরের ভিতরে আলমারিরও তালা লকার ভেঙে চুরি করে নিয়ে গিয়েছে। দিনের বেলায় ছোটো মেয়ে এসে থাকত নাতনির পড়াশোনার জন্য। গতকাল আসেনি।' চন্দননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, বছর শুরুর মাসেই মানিকচক থানার (Manikchak) ধরমপুর পঁচিশায় সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল। গ্যাস কাটারের মাধ্যমে তালা কেটে এই চুরির ঘটনা ঘটেছিল। ঘটনারস্থলে উপস্থিত হয়েছিল মানিকচক থানার পুলিশ। প্রায় দেড় কেজি রুপো-সহ লক্ষাধিক টাকার সোনার সামগ্রী চুরি হয় সেবার।
অপরদিকে, গত বছরের একেবারে শেষদিকে, এর আগে একটি সোনা চুরির ঘটনা প্রকাশ্যে আসে পূর্ব বর্ধমানে। নকল সোনার গয়না পরে সোনার দোকানে গিয়ে, আসল সোনার গয়না (Gold Jewellery) বদলে নিত এক মহিলা চক্র। অভিনব পদ্ধতিতে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চক্রের এক মহিলা। মহিলার কাছে থাকা ব্যাগ থেকে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা -সহ নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার করল কাটোয়া থানার পুলিশ (Police)।
পুস্পা খাতুন নামে ওই মহিলা কাটোয়ার কাছারি রোডের জুয়েলারি দোকানে সোনার আংটি কিনতে এসেছিল। দোকানের কর্মচারীরা মহিলাকে সোনার আংটি দেখাচ্ছিলেন। পুষ্পা খাতুন নিজের আঙুলে আংটি পরে দেখতে দেখতে তার আঙুলে থাকা একটি নকল সোনার আংটি খুলে দোকানের বক্সে রেখে আসল সোনার আংটি পরে চম্পট দেয়। মহিলা চলে যাওয়ার পর দোকানের কর্মচারীদের এই ঘটনা নজরে আসে।
আরও পড়ুন, মুখোমুখি সংঘর্ষে গাড়িতে আগুন, আসনে বসেই পুড়ে মৃত্যু চালকের !
দোকানের তরফ থেকে কাটোয়া থানায় বিষয়টা জানানো হয়। পুলিশ খুঁজতে শুরু করে ঘন্টা খানেকের মধ্যেই কাটোয়া স্টেশনের কাছ থেকে পুষ্পা খাতুন নামে মহিলাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরের স্টেশন রোডে। সোনার গহনা চুরির অভিযোগে ধৃত পুষ্পা খাতুনের বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কুলারি গ্রামে। পুষ্পার বিরুদ্ধে এর আগেও সোনার দোকানে চুরির অভিযোগ উঠেছে।