Chief Justice:'রাজ্যের সঙ্গে যুদ্ধের জন্য আমি প্রস্তুত..', নিম্ন আদালতের পরিকাঠামো নিয়ে বিস্ফোরক প্রধান বিচারপতি !
Chief Justice Attacks Mamata Govt On Court Development: নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নে টাকা দিচ্ছে না রাজ্য বলে অভিযোগ আসছে, মন্তব্য প্রধান বিচারপতির
কলকাতা: নিম্ন আদালতের পরিকাঠামো নিয়ে বিস্ফোরক প্রধান বিচারপতি। মূলত রাজ্যের একাধিক জেলা থেকে প্রধান বিচারপতির কাছে, আবেদন জমা পড়েছে। যেখানে বলা হয়েছে, নিম্ন আদালতে কর্মী নেই। এমনকি বহু জায়গায় বার অ্যাসোসিয়েশনের ঘর নেই, বিচারকদের বসার জায়গা নেই ! এরপরেই বিস্ফোরক মন্তব্য প্রধান বিচারপতির। বলেছেন, 'রাজ্যের সঙ্গে যুদ্ধের জন্য আমি প্রস্তুত' !
নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নে টাকা দিচ্ছে না রাজ্য বলে অভিযোগ আসছে, মন্তব্য প্রধান বিচারপতির। প্রয়োজনে রাজ্যের সঙ্গে যুদ্ধেও আমি প্রস্তুত, মন্তব্য প্রধান বিচারপতির। আর কয়েকমাস আমি এখানে আছি, প্রয়োজনে যুদ্ধে নামব, মন্তব্য প্রধান বিচারপতির। 'নিম্ন আদালতে কর্মী নেই, চুক্তিভিত্তিক কর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে', বহু জায়গায় বার অ্যাসোসিয়েশনের ঘর নেই, বিচারকদের বসার জায়গা নেই, মন্তব্য প্রধান বিচারপতির।
সম্প্রতি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে রাজ্যকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। নিম্ন আদালতে স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ নিয়ে একটি মামলায় রাজ্য সরকারকে রীতিমতো ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সমস্ত নিম্ন আদালতগুলিতে অস্থায়ী ইংরেজি স্টেনোগ্রাফার ও পিওন সহ অন্যান্য কর্মী নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন উত্তর ২৪ পরগনার জেলা বিচারক ৷ তিনি এই বিষয়ে সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ খারিজের আবেদন করেছিলেন ৷
রাজ্যজুড়ে বিভিন্ন দফতরের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছিলেন, 'গোটা কর্মশক্তির বেশিরভাগটাই চুক্তিভিত্তিক। এভাবে কাজ চালাতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিচারকরা।' তিনি প্রশ্ন করেছিলেন, সবাই চুক্তিভিত্তিক হলে ঠিক বা ভুল কাজের দায় কে নেবে? ২৫ বছর ধরে কাজ করছেন, অবসরের সময়কালীন বেতন ২৬ থেকে ৩২ হাজার টাকা? সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ, বেতন ১৪ হাজার টাকা ? কীভাবে সম্ভব?'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)