Fake Saline: স্যালাইন কাণ্ডে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি, 'জাল ওষুধ চক্রের হাব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ..'
Purulia BJP MP On Nadda Intervein Fake Saline: স্যালাইনকাণ্ডে জেপি নাড্ডার হস্তক্ষেপ চেয়ে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের, জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কাকে কাঠগড়ায় তুললেন জ্যোতির্ময় সিংহ মাহাতো ?
কলকাতা: মেদিনীপুরে স্যালাইনকাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। স্যালাইন কাণ্ডে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। জেপি নাড্ডার হস্তক্ষেপ চেয়ে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি দিয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো জানিয়েছেন, 'বর্তমান সরকারের আমলে বেহাল বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। পুরো স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির ছবি প্রকাশ্যে চলে এসেছে। তদন্ত কমিটি গঠন ও স্যালাইনের স্টক সরানোর ছাড়া রাজ্য কোনও উপযুক্ত পদক্ষেপ নেয়নি। সরকারি হাসপাতালের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। প্রকৃত তদন্ত না করে আর জি কর কাণ্ডে আন্দোলনে সামিল হওয়া জুনিয়র ডাক্তারদের দায়ী করা হচ্ছে। সরকারি হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন এই সব জুনিয়র ডাক্তাররা। জাল ওষুধ চক্রের হাব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। বেআইনি ওষুধ চক্রের রমরমা নিয়ে CBI তদন্ত হওয়া উচিত।'
মূলত, সন্তান প্রসবের পরই, মৃত্য়ুর কোলে ঢলে পড়েছেন এক প্রসূতি। তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে। তার মধ্য়ে দু'জন ভেন্টিলেশনে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের তৈরি রিঙ্গার ল্য়াকটেট ব্য়বহারের ফলেই এই পরিণতি বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে আবার রোগীর পরিবারের থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু, এতগুলো মানুষকে নিয়ে ছিনিমিনি খেলল কারা? কারা এই ঘটনার জন্য় দায়ী? এই প্রশ্ন যখন উঠছে, গাফিলতির কথা মেনে নিয়েছেন মুখ্য়সচিবও। তাঁর মুখে শোনা গেছে পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি চিকিৎসকদের প্রসঙ্গ।
গতকাল মুখ্য়সচিব বলেছিলেন, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, গুরুতর গাফিলতি রয়েছে ইউনিটের, যাঁরা তখন ডিউটিতে ছিলেন। তা সত্ত্বেও, আমরা আরও বিশদ তদন্ত করার জন্য়, নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে যেটা হয়, সবসময় একজন সিনিয়র ডাক্তারের উপস্থিতিতেই এটা করা হয়। কিন্তু, ওখানে যাঁরা ছিলেন, তাঁরা ট্রেনি চিকিৎসক, ওরাই এটা সামলেছেন। সেজন্য় আমরা মনে করি, এটা স্ট্য়ান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং গাইডলাইন অনুযায়ী হয়নি।
এরপরই গতকাল শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় লেখেন,মুখ্য়সচিব মনোজ পন্থ, মনে হচ্ছে, আপনি এবং স্বাস্থ্য়সচিব নারায়ণস্বরূপ নিগম চাইছেন, মেদিনীপুর মেডিক্য়াল কলেজের ঘটনার পুরো দায় স্ত্রীরোগ ও প্রসূতি বিষয়ক বিভাগের দিকে ঠেলে দিতে। আপনাদের পরিকল্পনা হল, জুনিয়র এবং ট্রেনি চিকিৎসকদের কাঠগড়ায় তোলা।সাংবাদিক বৈঠকে 'গাফিলতি' শব্দটা একাধিকবার বলা, তার ইঙ্গিত দিচ্ছে। '
আরও পড়ুন, স্যালাইনকাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)