Mamata Banerjee : পড়ুয়াদের অভাব, অভিযোগ শুনতে শিক্ষা দফতরে লেটার বক্স লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
Students : রাজ্যস্তরের কৃতীদের সঙ্গে জেলাস্তরের কৃতদেরও সম্বর্ধনা দেওয়া হয়। সবার হাতে তুলে দেওয়া হয় উপহার। চালু করা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত একটি অ্যাপ।
আশাবুল হোসেন, কলকাতা : পড়ুয়া উচ্চশিক্ষার (Higher Education) ক্ষেত্রে বাধা হবে না অভাব। কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শিক্ষামন্ত্রী শিক্ষা দফতরে ‘লেটার বক্স’ লাগানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর। দুঃস্থ পড়ুয়াদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ। কৃতীদের হাতে তুলে দেওয়া হয় উপহার।
বৃহস্পতিবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনের (Biswa Bangla Mela Prangan) কমিনিউনিটি হলে সম্বর্ধনা দেওয়া হয় ২০২৩ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইএসসি, আইসিএসই, জয়েন্ট এন্ট্রান্স সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষার কৃতীদের। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের কথা শোনার পাশাপাশি, দুঃস্থ পড়ুয়াদের কাছ থেকে আবেদনপত্রও নেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিকাশভবনে লেটারবক্স লাগাতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ওই লেটারবক্সে জমা পড়বে পড়ুয়াদের অভাব, অভিযোগের কথা। সেই মতো ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, 'শিক্ষা দফতরে লেটার বক্স হোক। যাঁদের পড়াশোনায় টাকার অসুবিধা হচ্ছে, তাঁরা ওই বক্সে আবেদনপত্র পৌঁছে দেবেন। প্রত্যেকটা চিঠি দেখে দেখে ব্যবস্থা নেবে। কার কী ব্যবস্থা নিলে যথাসময়ে আমাকে জানাবে। দেরি করবে না।' সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, 'পয়সার অভাবে কারও পড়াশোনা যেন না আটকায়।'
জাতীয় শিক্ষানীতি মেনে এই রাজ্যেও চার বছরের স্নাতক পাঠক্রমে ছাড়পত্র দিয়েছে শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষ থেকেই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে। এদিনের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ভাষণে উঠে আসে সেই কথাও। পাস কোর্স হবে ৩ বছরের, গ্র্যাজুয়েশন হবে ৪ বছরের, বলেই জানান মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যস্তরের কৃতীদের সঙ্গে জেলাস্তরের কৃতদেরও সম্বর্ধনা দেওয়া হয়। সবার হাতে তুলে দেওয়া হয় উপহার। চালু করা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত একটি অ্যাপ।
আরও পড়ুন- বাদ গেল গণতন্ত্র, পর্যায় সারণী, পরিবেশ, দশম শ্রেণির বইয়ে ফের ব্যাপক কাটছাঁট
প্রসঙ্গত, ডিগ্রি-স্নাতকোত্তর নিয়ে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নতুন শিক্ষানীতিতে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই শিক্ষানীতি চালু করেছে। স্নাতকোত্তর করা যাবে ১ বছরেই। জাতীয় ক্ষেত্রে বাংলার পড়ুয়ারা যাতে পিছিয়ে না যায়,সেই জন্যই এই সিদ্ধান্ত।'
আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার
Education Loan Information:
Calculate Education Loan EMI