Child Trafficking: শিশু পাচার চক্রের পর্দাফাঁস, গ্রেফতার মূল পাণ্ডা সহ তিনজন
কীভাবে শিশু পাচার চক্রের হদিশ পেল পুলিশ? তদন্তকারীদের দাবি, গত সোমবার শিশু পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকার রোলার মোড় থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
সৌরভ বন্দ্যোপাধ্যায় ও মুন্না আগরওয়াল: দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) পতিরাম থেকে গ্রেফতার ২ ব্যক্তিকে জেরা করে শিশু পাচার চক্রের (Child Trafficking) পর্দাফাঁস। বরানগর, চারুমার্কেট ও হুগলি থেকে গ্রেফতার পাণ্ডা সহ তিনজন। উদ্ধার এক শিশু। শিশু কেনার অভিযোগে আটক দম্পতি।
শিশু পাচার চক্র: শিশু পাচারচক্রের (Child Trafficking) পর্দাফাঁস! দুই জেলার পুলিশের তৎপরতায় মূল পাণ্ডা-সহ জালে ৫ জন। শিশু কেনার অভিযোগে আটক দম্পতি। উদ্ধার হয়েছে এক শিশুও। অনিতা ঝুনঝুনওয়ালা নামে চক্রের এক পাণ্ডাকে বুধবার হিন্দমোটর থেকে গ্রেফতার করে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) ও চন্দননগর কমিশনারেটের (Chandannagar Commissionerate) যৌথ বাহিনী। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা।
কিন্তু কীভাবে শিশু পাচার চক্রের হদিশ পেল পুলিশ? তদন্তকারীদের দাবি, গত সোমবার শিশু পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকার রোলার মোড় থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ওই সময় এক শিশুকে নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। ধৃতদের লাগাতার জেরা করে আরও ২ অভিযুক্তের হদিশ মেলে। বরানগর ও চারু মার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত ৪ জনকে জেরা করে চক্রের মূল পাণ্ডার হদিশ পায় পুলিশ। বুধবার হিন্দমোটর থেকে গ্রেফতার করা হয় অনিতা ঝুনঝুনওয়ালা নামে ওই মহিলাকে। পুলিশের দাবি, চক্রের পাণ্ডার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি হিন্দমোটরে ভাড়া বাড়িতে থাকছিলেন তিনি।
চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতারের পর এক শিশুকেও উদ্ধার করে পুলিশ। এক দম্পতির কাছে ওই শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছিল। তাঁদেরকেও আটক করা হয়েছে। আটক ব্যক্তি জানিয়েছে, “৫ হাজার টাকার শিশু কিনেছিলাম। আমাকে বলেছিল খেতে পাচ্ছে না। সেই কারণে কিনেছিলাম।’’ কোথা থেকে শিশুগুলিকে আনা হত? কীভাবেই বা বিক্রি করা হত তাদের? এই চক্রের সঙ্গে আর কাররা জড়িত? উত্তর খুঁজছে পুলিশ।
আরও পড়ুন: Anubrata Mandal: স্বেচ্ছাসেবী সংস্থার গাড়িতে অনুব্রত, কিন্তু লালবাতি কেন? বিতর্ক তুঙ্গে