Mamata Banerjee: 'বাংলার ১০৩ জনের দেহ শনাক্ত করা গেছে, খোঁজ নেই ৩১ জনের', নয়া তথ্য মুখ্যমন্ত্রীর
Odisha Train Accident:'বাংলার ১০৩ জনের দেহ শনাক্ত করা গেছে, ৩১ জনের খোঁজ নেই', এদিন ওড়িশা পৌঁছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন, ওড়িশায় এখনও বাংলার ৯৭ জন চিকিৎসাধীন।
ভুবনেশ্বর: 'বাংলার (West Bengal) ১০৩ জনের দেহ শনাক্ত (Body Identification) করা গেছে, ৩১ জনের খোঁজ নেই', এদিন ওড়িশা (Odisha Train Accident) পৌঁছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন, ওড়িশায় এখনও বাংলার ৯৭ জন চিকিৎসাধীন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পড়শি রাজ্য, ওড়িশার বিজেডি সরকার শাসিত প্রশাসনকে সমস্ত সহযোগিতার জন্য় ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে বলেছেন, 'বাংলার ৪০ জন আধিকারিক এখানে রয়েছেন। ৪০০-র বেশি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। ডাক্তার-নার্সরাও আছেন।'
আর কী বললেন?
এদিন আরও একবার ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মমতা। তবে সঙ্গে এদিনও মনে করান, এই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সত্যিটাকে যাতে ধামাচাপা না দিয়ে প্রকাশ্যে আনা হয়, সে কথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, 'শুভবুদ্ধির উদয় হোক।' প্রসঙ্গত, বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের পরের দিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মমতা। মঙ্গলবার ফের একবার ওড়িশায় পৌঁছে গেলেন তিনি। কটকে গিয়ে হাসপাতালে ভর্তি এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করার কথা তাঁর। ইতিমধ্যেই ভুবনেশ্বর এইমসে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য তিনদিনের পাহাড় সফর গতকালই বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক তরজা...
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর তৃণমূল-বিজেপি সংঘাতের সুর নতুন মাত্রা পেয়েছে। বিশেষত, অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর পাশে দাঁড়িয়ে রেলের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "আমি যখন রেলমন্ত্রী ছিলাম, দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র (Anti Collison Device) তৈরি করেছিলাম। গোয়ায় গিয়ে সব ব্যবস্থা হয়েছিল। তার পর থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছিল। এটি এমন একটি যন্ত্র, যা ট্রেনে বসানো থাকলে, এক লাইনে যদি দু'টি ট্রেন এসে পড়ে, বা সামনে কিছু পড়ে থাকে, আপনা থেকেই থেমে যাবে ট্রেন। কিছু গড়বড় দেখলে সতর্কবার্তা যাবে।" পরে বালেশ্বর মেডিক্যাল কলেজে গিয়ে শুভেন্দু অধিকারী পাল্টা প্রশ্ন তোলেন, ' 'তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না?' তার আগেই কেন্দ্রীয় রেলমন্ত্রী বলে দেন, 'এই দুর্ঘটনার সঙ্গে অ্যান্টি কলিশন ডিভাইসের কোনও সম্পর্ক নেই।' সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ফের তোপ, 'রেলের জন্য এখন কিছুই করা হচ্ছে না,রেল বাজেটও নেই। রেলকে যেন বিক্রির জন্য রেখে দিয়েছে।
আরও পড়ুন:মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড