South 24 Parganas: প্রাক্তন প্রেমিকের হাতে খুন কলেজ ছাত্রী ও তাঁর জেঠিমা, উদ্ধার জোড়া দেহ
Dead Body Recover: পরিবারের দাবি, বারুইপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী চুমকি নস্করের সঙ্গে পাশের গ্রামের সৌরভ মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গৌতম মণ্ডল, বিষ্ণুপুর: প্রেমের সম্পর্কে টানাপোড়েন। প্রাক্তন প্রেমিকের হাতে খুন হলেন কলেজ ছাত্রী ও তাঁর জেঠিমা। বাড়ির কাছেই পুকুর থেকে উদ্ধার জোড়া দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের হাটখোলা এলাকায়।
প্রাক্তন প্রেমিকের হাতে খুন: পুলিশ সূত্রে খবর, খোঁজ ছিল না বারুইপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী চুমকির। মোবাইলের সুইচ বন্ধ ছিল। পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর শুক্রবার সন্ধেয় পুকুরে ভেসে ওঠে চুমকির মৃতদেহ। চুমকিরও মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, বারুইপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী চুমকি নস্করের সঙ্গে পাশের গ্রামের সৌরভ মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চুমকির পরিবার বিয়ের প্রস্তাব দিলে সৌরভ বেঁকে বসায়, সম্পর্কে ভাঙন ধরে।
বদলা নিতেই খুন?
অভিযোগ, সেই থেকেই বদলা নিতে মরিয়া ছিলেন প্রাক্তন প্রেমিক। সৌরভ প্রায়শই ফোন করে চুমকিকে বিরক্ত করত বলে অভিযোগ। সূত্রের খবর, ইদানিং চুমকির অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তা জানতে পারার পর থেকে সৌরভ বদলা নেওয়ার চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়ে যান বছর ১৯-এর চুমকি ও তাঁর জেঠিমা পূর্ণিমা। সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রথমে চুমকিকে ও সেই খুন দেখে ফেলায় তাঁর জেঠিমাকে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন প্রেমিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক। বিয়ে করতে বলায়, চুরির অপবাদে নাবালিকা প্রেমিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে। চরম অমানবিক ঘটনার সাক্ষী থাকলেন বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দারা। বছর ১৭-র নাবালিকার দাবি, গোটা ঘটনা ভিডিও করার পর সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। অভিযুক্ত প্রেমিক ও তাঁর মাকে গ্রেফতার করেছে মল্লিকপুর ফাঁড়ির পুলিশ। নাবালিকার দাবি, বছর দুয়েক আগে সোশাল মিডিয়ায় আলাপ হয় ওই যুবকের সঙ্গে। বিয়ে করতে বলায়, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি