Cooch Behar Municipal Election : তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে ‘গুলি’
Cooch Behar Municipal Election 2022 : দিনহাটা থানার সামনে বিক্ষোভে তৃণমূল । বিক্ষোভে সামিল উদয়ন গুহ
![Cooch Behar Municipal Election : তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে ‘গুলি’ Cooch Behar Municipal Election 2022 TMC Candidate's Husband Allegedly Shot Cooch Behar Municipal Election : তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে ‘গুলি’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/16/b0a7fe712e3bb67131996358a5ea018b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দিনহাটা : তৃণমূল প্রার্থীর (TMC) স্বামীকে লক্ষ্য করে ‘গুলি’ । ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিঠু দাসের (Mithu Das ) স্বামীকে লক্ষ্য করে ‘গুলি’। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থী । তাঁর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত । দিনহাটা থানার সামনে বিক্ষোভে তৃণমূল । বিক্ষোভে সামিল উদয়ন গুহ ।
দিনহাটার ৭ নম্বর ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে আজ। তৃণমূলের দাবি, আজ দুপুরে তৃণমূল নেতা রাজু দাসকে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তিনি ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিঠু দাসের স্বামী। গুরুতর আহত তৃণমূল নেতা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। ভোটের আগেই ১৬টি আসনের মধ্যে ৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেয় রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার স্ক্রুটিনির আগে, সন্ত্রাসের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়ায় CPM। এরপর একই পথে হাঁটে বিজেপিও। সূত্রের খবর, বিনাযুদ্ধে দিনহাটা দখলের পরই জোর চর্চা শুরু হয় তৃণমূলের অন্দরে।
আরও খবর:
চন্দননগরের মেয়র হয়েই কেন কেন কাজে নজর দিলেন রাম চক্রবর্তী?
দলের রাজ্য সহ সভাপতি ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সংবাদ মাধ্যমে মন্তব্য করেন, দিনহাটায় যা ঘটেছে তা গণতন্ত্রে কাম্য নয়। এরপরই তেড়েফুঁড়ে আসরে নামেন দিনহাটার বিধায়ক। নাম না করে রবীন্দ্রনাথ ঘোষের সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেন উদয়ন গুহ।
অন্যদিকে পুরভোটের আগে ফের বিস্ফোরক উদয়ন গুহ। আলাদা রাজ্যের দাবিতে কোচবিহারের মিছিল বের করলে, হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। তুফানগঞ্জের নির্বাচনী সভায় এভাবেই হুমকি দিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান। তৃণমূল বিধায়ক দাবি করেন, দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। সেখান থেকে তাঁকে মুছে ফেলা হয়েছে। আরেক কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকেও এখান থেকে মুছে ফেলার দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষকে। বিজেপির প্রতিক্রিয়া, এভাবে সন্ত্রাস ছড়িয়ে তৃণমূলের তুফানগঞ্জ দখলের স্বপ্ন সফল হবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)