Cooch Behar News: কোচবিহারের ডোডেয়ার হাটে তখন ভিড়, ভরাবাজারেই চলল গুলি , যুব TMC নেতাকে খুন !
Cooch Behar Shootout Case : তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে খুন, গুলিবিদ্ধ গাড়ির চালক, কোচবিহারে ভরা বাজারে শ্যুটআউট

কোচবিহার : কোচবিহারে ভরা বাজারে শ্যুটআউট, তৃণমূল নেতার ছেলে খুন! তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে খুন, গুলিবিদ্ধ গাড়ির চালক। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪ টে। যুব তৃণমূল নেতা অমর রায়কে গুলি করে খুনের অভিযোগ।
ভাঙড়, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলির পর এবার কোচবিহারের ডোডেয়ার হাটে ভরা বাজারে গুলি দুষ্কৃতীদের। ভিড়ের মধ্যেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যুব তৃণমূল নেতাকে খুন ! ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ছেলে খুন হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়ের।হেলমেট পরে এসে বাজারের মধ্যেই পর পর গুলি চালিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু, আরও এক জন আশঙ্কাজনক বলে খবর।
পুণ্ডিবাড়ির পর এবার ডোডেয়ার হাট। এক মাস পেরোতে না পেরোতেই কোচবিহারের মাটিতে ফের শ্যুটআউট। এবার ভরা বাজারে, হাড়হিম কায়দায় খুন করা হল কোচবিহারের যুব তৃণমূল নেতাকে। দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে ও যুব তৃণমূল নেতা অমর রায়। গোটা ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলল তৃণমূল। পাল্টা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের দিকে আঙুল তুলেছে বিজেপি।
প্রথমে পায়ে গুলি! তারপর পালাতে গেলে একেবারে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি!সিনেমার দৃশ্য় নয়!দিনেদুপুরে ভরা বাজারে, এমনই হাড় হিম করা কায়দায় খুন করা হল কোচবিহারের যুব তৃণমূল নেতাকে! বাজারের মধ্য়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে ও কোচবিহার ১ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অমর রায়।কোচবিহারের ডোডেয়ার হাট ফল বিক্রেতা প্রদীপ দাস বলেন, ফায়ার হল এটুকুই দেখলাম। ওদিকে কয়েকটা ফায়ার হয়েছে, তারপর এখানে একটা, দুটো হল। তারপর এই যে মরে গেল।
শনিবার বিকেল চারটে নাগাদ ডোডেয়ার হাট তখন জমজমাট!স্থানীয় সূত্রে খবর, গাড়িতে করে সেখানে আসেন যুব তৃণমূল নেতা অমর রায়। কিছুক্ষণের মধ্য়ে বাইকে চড়ে সেখানে আসে ২ জন দুষ্কৃতী। ২ জনেরই মাথায় ছিল হেলমেট। প্রথমে একেবারে সামনে থেকে গুলি করা হয় যুব তৃণমূল নেতাকে। পায়ে গিয়ে লাগে সেই গুলি। পালাতে গেলে, ফের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়।






















