Coochbehar News: পড়ুয়াদের স্বাবলম্বী করতে উদ্যোগ, রোজগার মেলার আয়োজন রাজ্যের এই কলেজে
West Bengal News: সম্প্রতি ন্যাকের বিচারে A+ কলেজের মর্যাদা পেয়েছিল কোচবিহারের ঐতিহ্যবাহী আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ছাত্র-ছাত্রীদের স্বাবলম্বী হওয়ার রাস্তা খুলে দেওয়ার উদ্যোগ নিল কোচবিহারের (Coochbehar News) আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়। কলেজের উদ্যোগে এবং স্থানীয় শিল্পপতিদের সহায়তায় অনুষ্ঠিত হল রোজগার মেলা।
স্বাবলম্বী করতে উদ্যোগ:গত কয়েক বছরে কোচবিহারের এই কলেজ একাধিক মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি ন্যাকের বিচারে A+ কলেজের মর্যাদা পেয়েছিল কোচবিহারের ঐতিহ্যবাহী আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় (A B N Seal College)। প্রায় ২২০০ ছাত্রছাত্রী বর্তমানে এই কলেজে পড়েন। একসময় উত্তরের প্রেসিডেন্সি হিসেবে পরিচিত ছিল এই কলেজটি। এবার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের উদ্যোগে এবং স্থানীয় শিল্পপতিদের সহায়তায় অনুষ্ঠিত হল রোজগার মেলা। কোচবিহারের ১৮টি শিল্প প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। প্রায় ৮০ জন ছাত্রছাত্রী বিভিন্ন চাকরির জন্য আবেদন করেছেন এই মেলার মাধ্যমে। এইসব আবেদন বিবেচনা করে এদের মধ্য থেকে বিভিন্ন পদে চাকরি দেওয়া হবে।
সরকারি হোক বা বেসরকারি, বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার পথ যাতে প্রশস্ত হয় সেই উদ্যোগ নিল কলেজ কর্তৃপক্ষ। বহু ছাত্রছাত্রী স্নাতকের পরই চাকরি করতে চায়। সেই সুযোগ করে দিতেই কলেজের এই উদ্যোগ। কলেজের অধ্যক্ষ নিলয় রায় বলেন "আমরা চাই সকল ছাত্র-ছাত্রী তাঁদের পায়ে দাঁড়ান। গ্রাজুয়েশনের পরে অনেকেই ঘরে বসে থাকেন। চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করেন। এই সময়ের মধ্যে তাঁরা যদি এইসব কোম্পানিতে কাজ করে তাহলে তাঁরা কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেল। পাশাপাশি তাঁদের অভিজ্ঞতাও বাড়ে। এই ভেবেই আমাদের এই উদ্যোগ।"
কয়েক বছর আগে কলেজের উদ্যোগে তৈরি হয়েছে ইনকিউবেশন সেন্টার ফর ইনোভেটিভ ইকোসিস্টেম। ইতিমধ্যেই এই সেন্টারে নিজেদের নাম নথিবদ্ধ করেছেন প্রায় ৭০০ ছাত্রছাত্রী। তাঁদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তাঁরা স্বাবলম্বী হতে পারেন। কলেজের এক ছাত্র সৌভিক সরকার বলেন, "সাধারণত এধরনের ক্যাম্পাসিং ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজগুলোতে হয়> আমাদের সাধারণ কলেজে এই উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সত্যিই অভাবনীয়> আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাxরা উচ্চশিক্ষায় ভর্তি হবেন পড়াশোনা করবেন। কিন্তু আবার অনেকেই চাইছেন গ্রাজুয়েশনের পরে একটা চাকরি করে পরিবারকে সাহায্য করতে। তাঁদের জন্য এই উদ্যোগ খুবই প্রশংসনীয়," ।
এই রোজগার মেলায় উপস্থিত ছিলেন কোচবিহার ডিসট্রিক্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ বণিক। তিনি বলেন, "কোচবিহার জেলার ১৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এখানে এসেছেন। তাঁরা ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলছেন। এই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পদ রয়েছে। যেমন সুপারভাইজার, ম্যানেজার, সেলস ইত্যাদি। ক্যাম্পাসিংয়ের মাধ্যমে এই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেব আমরা। এতে যেমন ছাত্র-ছাত্রীদের লাভ হবে তেমনি শিল্প প্রতিষ্ঠানগুলিও লাভবান হবেন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Potato Price Hike: আলুর দামে ছ্যাঁকা, ব্যবসায়ীদের সতর্কবার্তা টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Education Loan Information:
Calculate Education Loan EMI