Covid 19 : কোমর্বিডিটি নয়, একদম করোনার জন্যই মৃত্যু, তরতাজা তরুণের প্রাণ কাড়ল কোভিড
দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। আর তার মধ্যেই দেশে সরাসরি করোনার কারণেই মৃত্যু হল এক তরুণের।

ভয়ঙ্কর করোনার ছোবল থেকে বাঁচতে একসময় ভরসা জুগিয়েছিল কোভিশিল্ড, কোভ্যাকসিনের মতো বিভিন্ন টিকা। কিন্তু ভ্যাকসিনের দুটি ডোজ, বুস্টার ডোজ নেওয়া থাকলেও আর নিশ্চিন্ত থাকা যাচ্ছে না । ফের দেশে জাঁকিয়ে বসছে করোনা। এবার সক্রিয় ওমিক্রনেরই একাধিক সাব ভ্যারিয়েন্ট। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। আর তার মধ্যেই দেশে সরাসরি করোনার কারণেই মৃত্যু হল এক তরুণের।
জয়পুরে করোনায় মৃত্যু
জয়পুরে করোনা আক্রান্ত এক যুবকের মৃত্যু হল। মৃতের বয়স ২৬। রাজস্থান সরকারের স্বাস্থ্য দফতরের তরফে নিশ্চিত করা হয়েছে যে করোনার কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। এদিকে, রাজস্থানে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্য়া ২৩। তাদের মধ্য়ে ১ জনের মৃত্য়ু হয়েছে।
কারা আক্রান্ত?
রাজস্থানে করোনা রোগীদের মধ্যে ২ মাসের শিশু থেকে ৬৮ বছর বয়সী বৃদ্ধ পর্যন্ত রয়েছে। রবিবার নাগৌর জেলার ২ মাসের এক শিশুকে জোধপুরের NICU তে ভর্তি করা হয়েছিল। অজমেরে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। রাজস্থানে ২০২৫ সালে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর এটিই প্রথম ঘটনা। এদিকে সোমবার রাজস্থানে করোনা ভাইরাস সংক্রমণের আরও আটটি নতুন ঘটনা সামনে এসেছে। এর মধ্যে জোধপুরে চারটি, জয়পুরে তিনটি এবং উদয়পুরে একটি করোনা কেস নথিভুক্ত হয়েছে।
করোনা সংক্রমণের নতুন ঢেউ?
তাহলে কি ভারতে করোনা সংক্রমণের নতুন ঢেউ শুরু হয়ে গিয়েছে? চিকিৎসকদের একাংশের বক্তব্য, অধিকাংশক্ষেত্রেই এবারের সংক্রমণ থেকে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হচ্ছে না। তবে এরইসঙ্গে চিকিত্সকরা এও বলছেন, সতর্ক থাকতেই হবে । সাবধানে মার নেই। ইতিমধ্যেই করোনা থাবা বিস্তার করেছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের মধ্যেই।
নতুন উপপ্রজাতি NB.1.8.1-র দাপট
আমেরিকাতেও কোভিডের নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি চিহ্নিত হয়েছে। সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, সংক্রমণের হার বাড়ার নেপথ্যে রয়েছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-র দাপট। কীভাবে সংক্রমণ ছড়াচ্ছে, কারা সংক্রমিত হচ্ছে, তার ওপর নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO । বিশেষজ্ঞরা এই উপপ্রজাতিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং (VAM) বলে চিহ্নিত করেছে। অর্থাৎ, এই উপপ্রজাতির সমস্ত বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছে WHO-র বিশেষজ্ঞরা।






















