Covid Do's and Don't: কোভিড পজিটিভ ? জানুন কী করবেন ও কোনটায় নিষেধ
রাজ্য তথা সারা দেশেই নতুন করে কোভিড বাড়ছে।কোভিড পজিটিভ হলে কী করা উচিত এবং কী করা উচিত নয়। বিস্তারিত জানুন।
কলকাতাঃ রাজ্য তথা সারা দেশেই নতুন করে কোভিড (Coronavirus) বাড়ছে। রাজ্য সরকারের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্ত (Covid Positive) হন ১৪৯৯। এহেন পরিস্থিতিতে রাজ্যে যারা কোভিড পজিটিভ হয়েছেন, তাঁদের সবার প্রথমে নির্ভয়ে থাকতে হবে। কারণ এই মুহূর্তে সুস্থতা হার ৯৮.৫০ শতাংশ। তাই নির্ভয়ে থাকুন। তবে কোভিড হলে স্বাস্থ্য দফতরের জারি করা নিয়ম মেনে চলুন, তবেই দ্রুত সুস্থ হবেন।
আরও পড়ুন, ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন', এবার মোদির মুখেও 'বাংলার সন্ত্রাস'!
মূলত কোভিড উপসর্গ দেখা দিলে সবার আগে নির্ভয়ে কোভিড টেস্ট করানো উচিত। আরটি-পিসিআর সেক্ষেত্রে উপযুক্ত কোভিড টেস্টের পরীক্ষা। কারণ কোভিডের প্রথম ঢেউয়ের সময় একাধিক কেসে প্রথমে কোভিড নেঘেটিভ এলেও, পরে কোভিড পজিটিভ ধরা পড়ে। তবে এই সম্ভাবনা আরটি-পিসিআর-র ক্ষেত্রে খুবই কম। তাই এই পরীক্ষার ক্ষেত্রে যদি পজিটিভ রিপোর্ট আসে, সবার আগে চিকিৎসকের পরামর্শ নিন। আপনাকে হোম আইসোলেশনে রাখা হবে, নাকি সেফ হোম নাকি হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন এটা, চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। তবে এই সব কটি ক্ষেত্রেই কোভিডভাইরাসের রেটটা জানা খুব জরুরী। কারণ আপনার শরীরে ঠিক কতটা পরিমাণে কোভিড বাসা বেঁধেছে, সেটা বুঝেই চিকিৎসক সিদ্ধান্ত নেমেন। এবার জেনে নিন, যদি আপনি ডায়াবেটিক হন, তাহলে কী করতে হবে।
মূলত ডায়াবেটিক হলে, কোভিড পজিটিভদের বার্তি সতর্কতা মেনে চলতে হয়। কারণ কোভিড আক্রান্তদের যদি ডায়াবেটিস থাকে, তাহলে ক্যাটালিস্টের কাজ করে। তাই প্রথম ৭ দিন চিকিৎসকরা কোভিড পজিটিভদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে প্রথম ৭ দিন, তারপর ৩ দিন এবং এরপর পর আরও ৭ দিন অর্থাৎ প্রথম ১৭ দিন খেয়ালে রাখা হয়। তবে এই সময়ের মধ্যে প্রথমে ভাল থাকলেও, পরে আচমকাই শরীর খারাপও হতে পারে বলে চিকিৎসকেরা সতর্ক করেন। তবেএবার মাথায় রাখতে হবে, কোভিড পজিটিভ হলে কী করা উচিত এবং কী করা উচিত নয়। প্রথমত আপনি কোভিড পজিটিভ হলে, আইসোলেশনে থাকতে হবে। পরিবারের থেকে আলাদা থাকার চেষ্টা করুন। খাবার, পোশাক সহ যাবতীয় সব কিছু আলাদা ব্যবহার করুন। এবং চিকিৎসকের পরামর্শ নিতে থাকুন। আপনার সংস্পর্শে আসা সকলকেই আইসোলেশনে থাকতে বলুন। তবে কোভিড হলে, অযথা টেনশন করবেন না। এবং গুজব ছড়াতে দেবেন না। কোভিড মুক্ত হয়েছে কিনা জানতে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফের কোভিড টেস্ট করাবেন। এবং পোস্ট কোভিড নিয়েও সতর্ক থাকবেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )