COVID variant JN.1: রাজ্যে রাজ্যে করোনার কামড়! আজ কোথায় ঠেকল আক্রান্তের সংখ্যা?
COVID 19: রবিবারের দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৭৪২ জন। তার তুলনায় গত ২৪ ঘন্টায় বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা।
হু হু করে বাড়ছে সংক্রমণ। আবার চোখ রাঙাচ্ছে করোনা ( Covid-19) । বর্ষবরণের উল্লাস, আর করোনার বাড়-বৃদ্ধ ফের উস্কে দিচ্ছে ২০২২ এর স্মৃতি। তবে কি ফের ২৪ এর শুরু হবে কোভিডের সঙ্গে ? গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬২৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ( Union Health Ministry) দেওয়া তথ্য অনুসারে, সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এবার অনেকেই আক্রান্ত কোভিড ১৯ এর সাব ভ্যারিয়েন্ট জেএন.১ -এ।
রবিবারের দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৭৪২ জন। তার তুলনায় গত ২৪ ঘন্টায় বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। এখন দেশে ৪০৫৪ জন কোভিড -19 আক্রান্ত। এই পরিসংখ্যান কেন্দ্রের তরফে সকাল ৮ টায় প্রকাশ করা হয়েছে। কেরলে কোভিডে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণের রাজ্যেই প্রথম একজন JN.1 ভ্যারিয়েন্টে আক্রান্তকে শনাক্ত করা গিয়েছিল। এখন দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫,৩৩,৩৩৪।
কেরলে ১২৮ জন নতুন করে কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছে। অন্যান্য রাজ্যগুলির মধ্যে কর্ণাটকে ৭৩ জন, মহারাষ্ট্রে ৫০ জন , রাজস্থানে ১১ জন, তামিলনাড়ুতে ৯ জন, এবং তেলঙ্গানাতে ৪ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। নতুন সংক্রমণের হিসেব ধরলে, দেশের মোট কোভিড আক্রান্তর সংখ্যা হয়েছে ৪.৫০ কোটি।
২০২০-তে বছরের শুরু থেকেই আছড়ে পড়েছিল করোনার প্রথম ওয়েভ। এবারও সামনে নতুন বছর। এই পরিস্থিতিতে সকলেই জানতে চাইছেন কোভিডের এই নতুন ভ্য়ারিয়েন্ট কতটা মারাত্মক? তার সংক্রামক বা মারণ ক্ষমতা কতটা? আশঙ্কায় ভুগছে মানুষ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )