Anubrata Mandal Quizzing : হাতিয়ার সায়গলের দেওয়া তথ্য ও ভুয়ো অ্যাকাউন্ট, অনুব্রতকে জেরা করতে আসানসোল জেলে সিবিআই অফিসাররা
Cow Smuggling Case: সূত্রের খবর, বীরভূমের সমবায় ব্যাঙ্কের ৩৩০টি ডামি অ্যাকাউন্ট নিয়ে অনুব্রতকে জেরা। গতকাল দিল্লির তিহাড় জেলে গিয়ে এই নিয়ে তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা সিবিআই অফিসারদের।
প্রকাশ সিনহা ও মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল : গরু পাচারের গুপ্তধনের সন্ধানে কি আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হবে ? নতুন তথ্য পাওয়ার লক্ষ্যে এবার ফের আসানসোল জেলে হানা সিবিআই আধিকারিকদের (CBI Officials)। ফের গরুপাচার মামলায় (Cow Smuggling Case) একবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) জেরা করতে আসানসোল জেলে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
এবার তাঁদের হাতে অস্ত্র সায়গল হোসেনের তথ্য ও একাদিক ভুয়ো অ্যাকাউন্টের তথ্য। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ও একদা ছায়াসঙ্গীকে গতকালই তিহাড় জেলে জেরা করা হয়েছে। সেই জেরায় বেশ কিছু তথ্য উঠে এসেছে বলেই শোনা যাচ্ছে।
আদালতে পেশের আগে জেরা
গরুপাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত শেষে আগামীকাল আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। তার ২৪ ঘণ্টা আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করতে আসানসোল জেলে পৌঁছলেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, বীরভূমের সমবায় ব্যাঙ্কের ৩৩০টি ডামি অ্যাকাউন্ট নিয়ে অনুব্রতকে জেরা করা হবে। গতকাল দিল্লির তিহাড় জেলে গিয়ে এই নিয়ে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করেন সিবিআই অফিসাররা।
সূত্রের খবর, সায়গলকে জেরা করে পাওয়া তথ্য এবং সমবায় ব্যাঙ্ক সংক্রান্ত নথি সামনে রেখেই অনুব্রতকে জেরা করা হবে। গরুপাচার মামলায় এই প্রথম তিহাড় জেলে গিয়ে কাউকে জেরা করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সমবায় ব্যাঙ্কে ডামি অ্যাকাউন্ট নিয়ে তদন্তে সায়গল হোসেনের নাম উঠে আসে। এই অ্যাকাউন্ট খোলা নিয়ে অনুব্রতর ছায়াসঙ্গী সব জানতেন বলে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন।
একাধিক বেনামি অ্যাকাউন্টের হদিশ
একাধিক গরু পাচারের তদন্তে নেমে বীরভূমের সমবায় ব্যাঙ্কে ৩৩০টি বেনামি অ্য়াকাউন্টের হদিশ পায় CBI। এর আগে, এই বেনামি অ্য়াকাউন্টের শিকড় খুঁজতে, এক্কেবারে গ্রামে পৌঁছে গেছিলেন CBI-এর গোয়েন্দারা। সূত্রের দাবি, সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্ট নিয়ে তদন্তে সায়গল হোসেনের নাম উঠে আসে। এই অ্যাকাউন্ট খোলা নিয়ে অনুব্রতর ছায়াসঙ্গী সব জানতেন বলে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন। বুধবার দিল্লির তিহাড় জেলে গিয়ে এই নিয়ে সায়গল হোসেনকে জেরা করা হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, সায়গলকে জেরা করে পাওয়া তথ্য এবং সমবায় ব্যাঙ্ক সংক্রান্ত নথি সামনে রেখে এদিন জেরা করা হয় অনুব্রতকে।
আরও পড়ুন- ‘এটা পেলাম, ওটা চাই...টাকা কোথায়! জাদুকর তো নই!’ জঙ্গলমহলে মমতা