Howrah News:উজ্জ্বলা যোজনায় গ্যাসের ভর্তুকি বেশি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ জগৎবল্লভপুরে
Fraud Investigation:উজ্জ্বলা যোজনায় গ্যাসের ভর্তুকি বেশি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ জগৎবল্লভপুরে। একের পর এক গ্রাহকের একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা, অভিযোগ এমনই।
সুনীত হালদার, হাওড়া: উজ্জ্বলা যোজনায় গ্যাসের (Ujjwala Scheme )ভর্তুকি (Subsidy) বেশি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার (fraud) অভিযোগ জগৎবল্লভপুরে (jagatballavpur)। একের পর এক গ্রাহকের একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা, অভিযোগ এমনই। তদন্ত শুরু করেছে হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম সেল (cyber crime cell)। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
কী অভিযোগ?
একাংশের দাবি, গ্রামের মানুষের সারল্যের সুযোগ নিয়ে একশ্রেণির প্রতারক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। গ্যাসের ভর্তুকি বেশি পাইয়ে দেওয়ার নামে প্রতারকরা সরাসরি গ্রাহকদের ফোন করছে। তারা প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনায় গ্রাহকদের বেশি টাকা ভর্তুকি দেবে, প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের ব্যাঙ্কের যাবতীয় তথ্য হাতিয়ে নিচ্ছে। এমনকি কথার ফাঁকে গ্রাহকের ওটিপি নম্বর জেনে নিয়ে মুহূর্তের মধ্যে তাদের অ্যাকাউন্ট খালিও করে দিচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি হাওড়ার জগৎবল্লভপুর এলাকার শিবতলা, দক্ষিণ খাঁ পাড়া, কালিতলাবাজার এলাকায় কমপক্ষে ১৫ জন এই প্রতারণার শিকার হয়েছেন বলে খবর। কারও অ্যাকাউন্ট থেকে দশ হাজার, আবার কারও অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার এমনকি ৫০ হাজার টাকা পর্যন্ত তুলে নিয়েছে প্রতারকরা, এমন উঠে এসেছে প্রাথমিক তদন্তে। তাৎপর্যপূর্ণভাবে এরা প্রত্যেকেই জগৎবল্লভপুরে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের গ্রাহক। চৈতালি দাস নামে এক গ্রাহকের অভিযোগ, এক দিন দিল্লিতে গ্যাসের অফিস থেকে ফোনের নাম করে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তাঁদের অন্তর্ভুক্ত করা হবে। এতে ভর্তুকি মিলবে আট হাজার টাকা। এরপরই ব্যাঙ্ক ডিটেল চেয়ে মেসেজ আসে। চাওয়া হয় ওটিপি। সেটি শেয়ার করার সঙ্গেই পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। ভুক্তভোগীর বক্তব্য, তাঁর এক আত্মীয় একই ঘটনার শিকার। বাচ্চু পাল নামে এক ব্যক্তির দাবি, তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকেও একই ভাবে আট হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। গোটা ঘটনায় তাঁরা জগৎবল্লভপুর থানার পাশাপাশি হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে তদন্ত চলছে। নেপথ্যে সংগঠিত সাইবার ক্রাইম চক্র জড়িত বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে হাওড়া গ্রামীণ পুলিশ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্কের থেকে কোনও তথ্য না দেওয়ার জন্য তারা সচেতনতা বাড়াতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তা সত্ত্বেও এই ঘটনা ঘটছে। এ ব্যাপারে মানুষকে সচেতন হতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:প্রয়াত ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ