(Source: ECI/ABP News/ABP Majha)
Cyclone Asani Live Updates: কলকাতার বিভিন্ন অংশে এক থেকে দু’ঘণ্টার মধ্যে বৃষ্টি
Cyclone Asani News Live: অশনির প্রভাবে দিঘা, বকখালিতে উত্তাল সমুদ্র। পর্যটকদের নামতে নিষেধ। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ২দিন ভারী বৃষ্টির সম্ভাবনা।
LIVE
Background
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Asani)। অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) লাল সতর্কতা। দুর্যোগ শুরু ওড়িশা উপকূলেও। গঞ্জামে সমুদ্রে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা।
অশনির প্রভাবে দিঘা (Digha), বকখালিতে উত্তাল সমুদ্র। পর্যটকদের নামতে নিষেধ। উত্তরবঙ্গে (North Bengal) বৃহস্পতিবার থেকে ২দিন ভারী বৃষ্টির সম্ভাবনা।
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় জল জমা থেকে শুরু করে বিদ্যুত্ বিপর্যয়, সবকিছুর মোকাবিলায় তৈরি প্রশাসন। লালবাজারে ইউনিফায়েড কমান্ড সেন্টার থেকে নজরদারি। কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরসভাও।
সামনে আদিগন্ত বঙ্গোপসাগর। তার মুখোমুখি দাঁড়িয়ে গরিব মৎস্যজীবীদের গ্রাম। দুইয়ের মাঝে কোনও গার্ডওয়াল নেই। ঘূর্ণিঝড় অশনির মেঘ মাথায় নিয়ে দুশ্চিন্তায় ডুবেছে মন্দারমণির দাদনপাত্রবাড়। ফের বানভাসি হওয়ার আশঙ্কায় সেখানকার বাসিন্দারা। দ্রুত গার্ডওয়াল তৈরির আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক।
Asani Cyclone News Live: কলকাতার বিভিন্ন অংশে এক থেকে দু’ঘণ্টার মধ্যে বৃষ্টি
কলকাতার বিভিন্ন অংশে এক থেকে দু’ঘণ্টার মধ্যে বৃষ্টি। হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস থাকায় বাড়িতে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের
Asani Cyclone Live Update : অন্ধ্র উপকূলের আশপাশেই অবস্থান করতে পারে নিম্নচাপ
এর পর ওই অঞ্চলেই সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। অন্ধ্র উপকূলের আশপাশেই অবস্থান করতে পারে নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টায় সেটি আরও দুর্বল হয়ে ওই এলাকাতেই অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
Asani Cyclone News Live: ঘূর্ণিঝড় অশনি শক্তি খুইয়ে অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে
ঘূর্ণিঝড় অশনি শক্তি খুইয়ে অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় অশনি শক্তিক্ষয় করে গত ৬ ঘণ্টা ধরে অন্ধ্র উপকূলেই গভীর নিম্নচাপ হয়ে অবস্থান করছিল।
Asani Cyclone Live Update : বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়
পশ্চিমবঙ্গে অশনির কোনও প্রভাব নেই। শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
Asani Cyclone News Live: টানা বৃষ্টি অন্ধ্রপ্রদেশে
অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি।