Cyclone Remal Update: ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের..
Remal East Bardhaman Father Son Death: ঘূর্ণিঝড় রেমেলের জেরে মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রাম এলাকায়,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন একই পরিবারের ২..
![Cyclone Remal Update: ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের.. Cyclone Remal Update East Bardhaman Memari Father and Son s death due to electrocuted Bangla News Cyclone Remal Update: ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/ba12fbfbbaaf9b2fefc205ba9bcf30b81716802414790484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু বাবা-ছেলের। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল, তারের সংস্পর্শে আসাতেই দুর্ঘটনা। প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা, বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রাম এলাকায় (East Bardhaman Memari )।
মৃতের পরিবাসূত্রে জানা গিয়েছে, ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসতেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। মৃত ব্যাক্তিদের নাম ফড়ে সিং(৬৪) ও তরুন সিং(৩০)। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফড়ে সিং, বিদ্যুৎ বাহিত তারের সংস্পর্শে চলে আসেন। বাবাকে বাঁচাতে এসে তরুন সিং তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। তড়িঘড়ি স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বড়শুল হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলে দুজনকেই মৃত বলে ঘোষণ করেন।
রেমাল-দুর্যোগের মধ্যে ইতিমধ্যেই মর্মান্তিক মৃত্যুর মুখোমুখী হয়েছে কলকাতা। এন্টালির বিবির বাগানে বাড়ির কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির।ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়ে বাড়ির একাংশ। প্রসঙ্গত প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের জেরে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসে। কখনও বাজ পরে মৃত্যুর মুখোমুখী হয় অনেকে। অধিকাংশ ক্ষেত্রে চাষীরা এমন ধরণের ঘটনার সম্মুখীন হন। ফাঁকা জমি, বা মাঠে বাজ পড়ে মৃত্যুর ভুরিভুরি ঘটনা রয়েছে বাংলায়।
কিন্তু সেতো প্রাকৃতিক কারণে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। তবে বিদ্যুৎবাহী সংস্পর্শে মৃত্যুর ঘটনায় বারবারই বেরিয়ে আসে ক্ষোভ। মূলত এটাকে ম্যানমেড অর্থাৎ কর্তব্যের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এর আগে কলকাতা, সল্টলেক একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনার উদাহরণ রয়েছে। অনেকক্ষেত্রেই প্রাকৃতিক দুর্যোগ কেটে গিয়েছে। তারপর বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে শহরের অনেক জায়গায় বিদ্যুৎ এর খোলা তার এবং বৃষ্টির জমা জল খলনায়ক হয়ে উঠেছে। বৃষ্টির জলে এমনিতেই অ্যাসিডিক মাত্রা থাকায় শরীরের সংস্পর্ষ আসা মাত্র দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন, রেমালের জেরে আরও এক মৃত্যু, শোকের ছায়া মৌসুনি দ্বীপে..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)