Darjeeling News: জিটিএ ভোটে ১০ আসনে লড়ছে তৃণমূল, প্রার্থী বিনয় তামাঙ্গ
GTA Election: একই দিনে অসুস্থ অনশনরত বিমল গুরুঙ্গ, ভর্তি দার্জিলিং জেলা হাসপাতালে।
সনৎ ঝা, মলয় চক্রবর্তী ও মোহন প্রসাদ, দার্জিলিং: জিটিএ নির্বাচন নিয়ে জোরকদমে ঘর গুছিয়েছে তৃণমূল। ২৬ জুন পাহাড়ে নির্বাচন। তার আগে মে মাসেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিল তৃণমূল। চমক দিয়ে প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাঙ্গকে প্রার্থী করল তৃণমূল।
তৃণমূলের তালিকায় চমক:
৪৫ আসনের জিটিএ (GTA)-র ভোটে তৃণমূল (TMC) লড়বে ১০টি আসনে। তাতেও চমকে খামতি নেই। প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাংকে (Binay Tamang) প্রার্থী করা হয়েছে। একসময়ে বিমল গুরুঙ্গের ডান হাত ছিলেন বিনয়। পরে গুরুঙ্গের সঙ্গে দূরত্ব বাড়ে। তৈরি হয় আলাদা গোষ্ঠী। তারপরে জিটিএ-র চেয়ারম্যান হন বিনয়। একদা গুরুঙ্গ ঘনিষ্ঠ এই প্রাক্তন মোর্চা নেতা গত বছর ডিসেম্বরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের দার্জিলিঙের পর্যবেক্ষক ও মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন প্রার্থীতালিকা ঘোষণার কথা বলেন। এদিনই শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেরও প্রার্থীতালিকা ঘোষণা করেছেন তৃণমূলের পাহাড়ের পর্যবেক্ষক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
সোমবার, প্রার্থীতালিকা ঘোষণা করার কথা বামেদের। তৃণমূল আমলে শিলিগুড়ি শক্ত ঘাঁটি ছিল বামেদের। কিন্তু লোকসভা ও তারপরে বিধানসভা ভোটে সেখানে শক্তি খুইয়ে কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে রাজ্য়ের প্রাক্তন শাসক দল। এবার ভোটে তৃণমূল ও বিজেপির মাঝে তারা কতটা লড়াই দেয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। বিজেপিও জানিয়েছে, ২-১ দিনের মধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করবে তারা।
অসুস্থ বিমল গুরুঙ্গ:
প্রথম থেকেই জিটিএ নির্বাচনের বিরোধিতা করেছেন বিমল গুরুঙ্গ (Bimal Gurung)। তার প্রতিবাদে অনশনে বসেছিলেন তিনি। রবিবার সেই অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। আগে স্থায়ী রাজনৈতিক সমাধান করতে হবে, এই দাবিতে দার্জিলিঙের সিংমারিতে বুধবার আমরণ অনশন শুরু করেন গুরুং। শনিবার অনশনের চতুর্থ দিন থেকেই, শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। সেদিনই অনশনমঞ্চে গিয়ে গুরুংকে অনশন তোলার অনুরোধ করেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। রবিবার সিংমারিতে যান কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জন বার্লা, দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তাঁদের সঙ্গে ছিলেন দার্জিলিং ও কার্শিয়ঙের দুই বিজেপি বিধায়কও। তাঁরাও একই অনুরোধ করেন গুরুংকে। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন মোর্চা প্রধান। পরে রবিবার বিকেলে দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করা হয় বিমল গুরুংকে।
মোর্চার মতো গেরুয়া শিবিরও, এই মুহূর্তে GTA-র নির্বাচন করা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে। দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, 'পাহাড়ে মমতা সরকার শোষণ করেছে, জিটিএ-র ঠিকাদারির জন্য নির্বাচন, পাহাড়বাসী অংশ নেবে না, পাহাড়বাসীকে অধিকার দিতে হলে পঞ্চায়েত ভোট করানো উচিত ছিল, গুরুংকে অনুরোধ করছি অনশন তোলার জন্য।' দার্জিলিং তৃণমূলের জেলা মুখপাত্র বেদব্রত দত্তের কটাক্ষ, 'রাজু বিস্ত পর্যটক, অশান্তির চেষ্টা করেন, ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে, গন্ডগোল পাকাতে আসছেন বিস্ত, গুরুং অনশন করতেই পারেন, রাজ্য ভেবে দেখবে বিষয়টি।'
আরও পড়ুন: বাইরে বেরলেই হারে টান, ছিনতাইয়ের দাপটে আতঙ্কে কাঁটা নাগরিকরা