Weather Update:অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত ঘূর্ণিঝড় 'হামুন'-এ, সম্ভাব্য 'ল্যান্ডফল' চট্টোগ্রাম লাগোয়া উপকূলে
Deep Depression Turned Into Cyclone:আরব সাগরে ঘূর্ণিঝড় 'তেজ' ছিলই, এ বার বঙ্গোপসাগরেও ঘনীভূত ঘূর্ণিঝড় 'হামুন'। আবহাওয়া দফতর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
কলকাতা: পুজোর মধ্যে ২ সাগরে ২ ঘূর্ণিঝড়। আরব সাগরে ঘূর্ণিঝড় 'তেজ' ছিলই, এ বার বঙ্গোপসাগরেও (Very Severe Depression Over Bay Of Bengal Turned Into Cyclonic Storm) ঘনীভূত ঘূর্ণিঝড় 'হামুন' (Hamoon Update)। আবহাওয়া দফতর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি বাড়তে পারে। তবে এর সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ। একাদশীর দুপুরে চট্টগ্রাম লাগোয়া উপকূলে 'ল্যান্ডফল' হতে পারে। 'হামুনের' প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে দশমীতে বৃষ্টি বাড়বে। তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি হবে একাদশীতেও। উপকূলে দমকা বাতাস বইতে পারে। সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার আশা, জানাচ্ছে মৌসম ভবন।।
বিশদে...
'হামুন' নামটি ইরানের দেওয়া। তবে গত কাল পর্যন্ত যা জানা যাচ্ছিল, তাতে 'হামুন'-এর থেকে 'তেজ'-কে নিয়ে বেশি চিন্তিত আবহবিদেরা। কার্যত একই সময়ে আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় 'তেজ'। দক্ষিণ পশ্চিম আরব সাগরে জন্ম হয়েছে এটির। আবহবিদদের আশঙ্কা, অতি তীব্র ঝড়ের রূপ নিতে পারে এটি। তবে আখেরে ওমান এবং ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে সরে যাবে সে। 'তেজ'-র নিরিখে বঙ্গোপসাগরের নিম্নচাপ নিয়ে এখনই সে ভাবে আশঙ্কার বার্তা নেই, তেমনই জানান আবহবিদেরা। রিজিওনাল মেটিরিওলজিক্যাল সেন্টারের ওয়েদার সায়েন্টিস্ট উমাশঙ্কর দাশ যেমন কয়েক দিন আগেই পূর্বাভাস দিয়েছিলেন, 'একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু অত্যন্ত দুর্বল হওয়ার কথা তার। ওড়িশায় একেবারে সামান্য অভিঘাত হবে এটির। নির্দিষ্ট করে বললে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ওড়িশায়।' এখনও পর্যন্ত সেই পূর্বাভাসই থাকছে 'হামুন'-কে নিয়ে।
নবমীতে বৃষ্টি...
মহানবমীর দুপুর গড়াতেই ভিজল মহানগর। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গে অন্য বেশ কিছু জেলাতেও দুপুর নাগাদ বেশ কিছুটা সময় ধরে ঝমঝমিয়ে হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতেও কালও চলবে বৃষ্টি। একদিকে পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা অন্যদিকে অসুর বৃষ্টি আবার ডেঙ্গি বাড়াবে না তো ? চিন্তায় সাধারণ মানুষ থেকে মেয়র। আলিপুর আবহাওয়া দফতরের আশঙ্কা, দশমী ও একাদশীতেও চলবে যে রেশ। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলোতে ঝমঝমিয়ে চলতে পারে বৃষ্টি।
আরও পড়ুন:লাল জামা, কোঁকড়া চুলের এই খুদেই এখন টলিউডের জনপ্রিয় নায়িকা!