Delhi Blast: 'দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে, নিরাপত্তায় কীভাবে এত বড়সড় ফাঁক?', প্রশ্ন অভিষেকের, কী লিখলেন এক্স হ্যান্ডলের পোস্টে ?
Abhishek On Delhi Blast: 'দু'টি ঘটনা পাশাপাশি রাখলে প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়..' ,দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর কোন ঘটনার কথা তুললেন অভিষেক ?

কলকাতা: দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে একাধিক জনের মৃত্য়ু হয়েছে। লালকেল্লার বিস্ফোরণ কি নাশকতা? সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের। বিস্ফোরণের কয়েকঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে যান অমিত শাহ। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের ভূমিকার দিকে আঙুল তুলে অমিত শাহর পদত্য়াগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এবার দিল্লি বিস্ফোরণকাণ্ডে বড় প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
I am deeply shocked and anguished to learn of the tragic explosion near Delhi’s Red Fort, which has reportedly claimed several lives and left many others injured. My heartfelt condolences go out to the bereaved families and my prayers are with those recovering from their…
— Abhishek Banerjee (@abhishekaitc) November 11, 2025
আরও পড়ুন, 'দোষীদের কাউকে রেয়াত করা হবে না', দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের পর হুঁশিয়ারি রাজনাথ সিংহ-র
এদিন অভিষেক এক্সহ্যান্ডেলের পোস্টে জানিয়েছেন,'লালকেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণের খবরে শোকাহত ও মর্মাহত। এটা অত্যন্ত দুঃখজনক যে, দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ, যা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনস্থ, সেখানকার আইনশৃঙ্খলার দায়িত্বে। তারপরও নিরাপত্তায় কীভাবে এত বড়সড় ফাঁক?' প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেক আরও বলেন,'গতকাল ফরিদাবাদ থেকে প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক ও অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। দু'টি ঘটনা পাশাপাশি রাখলে প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়। উদ্বেগজনক প্রশ্ন উঠছে নজরদারির অভাব নিয়েও। সত্য সামনে আনতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত', প্রয়োজনে আদালতের নজরদারিতে SIT গড়ে নিরপেক্ষ তদন্ত হোক' পোস্ট অভিষেকের।

টার্গেট দিল্লি! মুম্বইয়ের বুকে ঘটেছিল ২৬/১১ এবার দিল্লিতে ১০/১১! আর এই ঘটনারও কি পুলওয়ামা কানেকশন আছে? সূত্রের খবর, যাঁর নামে গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে, তাঁর দাবি তিনি গাড়িটি তারিক নামে কাশ্মীরের পুলওয়ামার এক বাসিন্দাকে বিক্রি করেছিলেন। গাড়িটি একাধিকবার কেনা-বেচা হয়েছিল বলেও সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ট্রাফিক সিগন্য়ালে i 20 হুন্ডাই গাড়িতে একটি বিস্ফোরণ হয়। গুরুগ্রাম পুলিশ সূত্রে খবর, হুন্ডাই i 20-র মালিক সন্দেহে প্রথমে সলমন নামে একজনকে আটক করা হয়। RC দেখে তাঁকে আটক করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, দেড় বছর আগেই তিনি গাড়ি বিক্রি করে দিয়েছেন। এরপর সামনে আসে পুলওয়ামার তারিকের নাম।
সূত্রের দাবি, গাড়ির চাবিতে ফরিদাবাদের একটি কোম্পানির নাম লেখা আছে। যারা পুরনো গাড়ি কেনা-বেচা করে। যদিও এ নিয়ে এখনও সরকারিভাবে পুলিশ কিছু জানায়নি। সোমবার সন্ধেয় গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লার মতো হাই প্রোফাইল এলাকা। ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় একাধিক মানুষের শরীর!রাজধানীর বুকে এই ভয়াবহ বিস্ফোরণের নেপথ্য়ে কি নাশকতা? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমরা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছি। সমস্ত সম্ভাবনাকে নজরে রেখে এর গভীরে গিয়ে তদন্ত করা হবে। রাতেই বিস্ফোরণস্থলে পৌঁছয় NSG কমান্ডোরা। তন্নতন্ন করে ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা।পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়।






















