Dengue Case: ডেঙ্গি পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ, রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৮৮ হাজার
Dengue Update: স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ৭ নভেম্বর পর্যন্ত গত এক সপ্তাহে রাজ্যের নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৩ জন।
সন্দীপ সরকার, কলকাতা: কালীপুজোর (Kali Puja 2023) আগে রাজ্যজুড়ে শীতের আমেজ। কিন্তু দাপট কমেনি ডেঙ্গির (Dengue Update)। ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫০৫। এমনটাই বলছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান।
দাপট কমেনি ডেঙ্গির: হেমন্তের দুয়ারে কড়া নাড়ছে শীত। উত্তুরে হাওয়ার হাত ধরে কালীপুজোর আগেই রাজ্যজুড়ে শীতের আমেজ। কিন্তু এখনও দাপট কমেনি ডেঙ্গির। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ৭ নভেম্বর পর্যন্ত গত এক সপ্তাহে রাজ্যের নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৩ জন। গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫০৫।
গত পাঁচ বছরের ডেঙ্গি সংক্রমণের রেকর্ড গড়েছে বাংলা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবছর ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭৬হাজার ৪৭৫। যা গত পাঁচ বছরে সর্বোচ্চ। সংক্রমণ গ্রাফের সেই ঊর্ধ্বগতি এখনও অব্যাহত। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট আক্রান্তের মধ্যে সরকারি হাসপাতালে ডেঙ্গি পজেটিভ হয়েছেন ৫৫ হাজার ২৭৮ জন। বেসরকারি হাসপাতাল বা ল্যাবের রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি পজিটিভ হয়েছে ৩২ হাজার ২২৭ জনের।
রাজ্য় থেকে বর্ষা বিদায় নিয়েছে। রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ। কিন্তু, মশার উপদ্রব কমছে কই। এখনও উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। স্বাস্থ্য মন্ত্রকের ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী কেরলে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭০ জন। দ্বিতীয় স্থানে কর্ণাটক, সেখানে ডেঙ্গি আক্রান্ত ৯ হাজার ১৮৫। এই তথ্যের প্রেক্ষিতে, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে পশ্চিমবঙ্গেই।
স্বাস্থ্য়-বিশেষজ্ঞদের একাংশের ধারণা ছিল, উৎসবের মরশুমে হয়ত কিছুটা হলেও ডেঙ্গি-সংক্রমণে রাশ পড়ানো গিয়েছে। কিন্তু সেই আশা যে ভুল, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে মহালয়া থেকে দশমী পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যানে। শুধু তাই নয়, আলোর উৎসবের আগেও ছবিটার বদল হল না। চলতি সপ্তাহেই ফের প্রাণ কেড়েছে ডেঙ্গি (Dengue)। বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় যুবকের। ১ নভেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পাঁচলার বাসিন্দা সহদেব ঘোষ। বেসরকারি মতে, রাজ্যে ডেঙ্গিতে মৃত বেড়ে হয়েছে ৭০।
আরও পড়ুন: West Burdwan News: একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার, চাঞ্চল্য কাঁকসায়