Dengue Update: বর্ষার আগেই রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, হাজার পেরিয়েছে রাজ্যে, কলকাতায় আক্রান্ত ৮২ জন !
Bengal Dengue Update: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, আক্রান্তর সংখ্যা কোথায় কত ?

কলকাতা: বর্ষার আগেই রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। হাজার পেরিয়েছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮২। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১৫৪, উত্তর ২৪ পরগনায় ১৪০। সংক্রমণের নিরিখে তৃতীয় হুগলি, এই হুগলিতে ডেঙ্গি আক্রান্ত ১২০ জন। মুর্শিদাবাদে ১১৩ জন ডেঙ্গি আক্রান্ত।
আরও পড়ুন, ভবানীপুরের শীতলামন্দিরে মুখ্যমন্ত্রী, তুললেন পান্তা ভাতের প্রসঙ্গ !
পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই সতর্ক রয়েছে কলকাতা পুরসভা। হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ফিরে আসতে পারে কি আতঙ্কের সেই দিনগুলো? করোনা ঘিরে এই আশঙ্কার মধ্য়েইউদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গিও। বর্ষার আগেই ফের ডেঙ্গি হচ্ছে দিকে দিকে। সূত্রের খবর, রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ১৪ মে পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০ জন।
বেশ কয়েকটি জেলায় সংক্রমিতের সংখ্যা দ্রুত বাড়ছে। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১৫৪। উত্তর ২৪ পরগনায় ১৪০। সংক্রমণের নিরিখে তৃতীয় হুগলি। এই মুহূর্তে সেখানে ১২০ জন ডেঙ্গি আক্রান্ত। মুর্শিদাবাদে ১১৩ ও কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮২। এছাড়াও সংক্রমণ ছড়িয়েছে মালদা,দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া,নদিয়া,পূর্ব বর্ধমানেও। ডেঙ্গি পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, তার জন্য সতর্ক রয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, আগেরবার যা হয়েছিল ওরকমই আছে। কিছু বাড়েনি। পুরসভা সতর্ক রয়েছে। মঙ্গলবার কলকাতা পুরসভার বৈঠকে ডেঙ্গি মোকাবিলা নিয়ে আলোচনা করা হয়।
অপরদিকে, রাজ্যে ফের ভয় ধরাচ্ছে করোনা সংক্রমণ। গোটা দেশের পাশাপাশি এরাজ্যেও বাড়ছে করোনার সংক্রমণ। এক সপ্তাহে নতুন করে রাজ্যে করোনায় আক্রান্ত একাধিক জনের হদিশ মিলেছে। যার মধ্য়ে কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৯ মাসের এক শিশুও রয়েছে।ফের ছড়াচ্ছে করোনা।দেশে হাজার পেরিয়েছে আক্রান্তের সংখ্য়া।পশ্চিমবঙ্গেও সংক্রমণের সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা।বিভিন্ন হাসপাতাল ও প্যাথলজিক্যাল ল্যাব সূত্রে পাওয়া খবর অনুযায়ী,গত একসপ্তাহে রাজ্যে ১৯ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ জন। তাঁর মধ্য়ে রয়েছে ৯ মাসের এক শিশু। পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সে। ২২ মে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি করা হয় শিশুটিকে। একইসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজের আইসোলেশনে রয়েছেন ৫৫ বছরের এক মহিলা।






















