Srikanta Mahata: মুখ্যমন্ত্রী নির্দেশের পরে জুনের কাছে কি ক্ষমা চাইলেন শ্রীকান্ত? অব্যাহত বিতর্ক
সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার শ্রীকান্ত মাহাতোর উদ্দেশে বলেন, তুমি জুন মালিয়ার কাছে ক্ষমা চাইবে। এমন ভাবে ক্ষমা চাইবে, যেন জুন আমাকে ফোন করে বলে।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে বলার পরেও, ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিস্ফোরক মন্তব্য বিতর্কে জট এখনও কাটল না। মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়ার দাবি, তাঁর সঙ্গে যোগাযোগ করেননি শ্রীকান্ত। অন্যদিকে, শ্রীকান্ত মাহাতোর দাবি, সব মিটে গিয়েছে। তাই এবিষয়ে আর কোনও কথা বলবেন না তিনি।
কী বলেছিলেন শ্রীকান্ত? শালবনির ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর কথায়, এখানে যদি দেবাদিদেব মহাদেব, উমা সোরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, ঝিমি, নুসরত, মুসরত, উত্তরা সিংহ, নেপাল সিংহ, সন্দীপ সিংহ যারা লুটেপুটে খাচ্ছে, তারা পার্টির সম্পদ হয়। তাহলে আর পার্টি করা যাবে না। দলেরই সাংসদ, বিধায়কদের একাংশকে লুটেরা বলে বোমা ফাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো!
তা নিয়ে তোলপাড় চলছে তৃণমূলের অন্দরমহলে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে শ্রীকান্ত মাহাতোকে কার্যত ভর্তসনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে দাবি, মুখ্যমন্ত্রী তাঁকে বলেন,
তোমার এরকম মন্তব্য করা উচিত হয়নি। শ্রীকান্ত মাহাতোর ভাইরাল হওয়া বক্তব্যে, শোনা গেছে মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়ার নাম। সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার শ্রীকান্ত মাহাতোর উদ্দেশে বলেন, তুমি জুন মালিয়ার কাছে ক্ষমা চাইবে। এমন ভাবে ক্ষমা চাইবে, যেন জুন আমাকে ফোন করে বলে।
জুন মালিয়ার কাছে কি ক্ষমা চাইলেন শ্রীকান্ত মাহাতো? মুখ্যমন্ত্রীর সেই কড়া নির্দেশের পর জুন মালিয়ার কাছে কি ক্ষমা চাইলেন শ্রীকান্ত মাহাতো? মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়ার কথায়, শ্রীকান্ত আমার কাছে বা আমাদের কাছে ক্ষমা চাইল কি না চাইল, দ্যাট ইজ নট ইমপর্টেন্ট। হোয়াট ইজ ইমপর্টেন্ট, দল আমাদের পাশে দাঁড়িয়েছে। সবার ওপরে দলনেত্রী সাথ দিয়েছে। তাতেই আমরা খুশি।ও ক্ষমা চাইলেই বা কি, না চাইলেই বা কি! ম্যাটার করে না।
এবিষয়ে শ্রীকান্ত মাহাতোকে জিজ্ঞাসা করা হলে তাঁর বক্তব্য, সব মিটে গিয়েছে। এ বিষয়ে আর কিছু বলব না। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি জানান, আমাদের নেত্রী যখন বলে দিয়েছেন, শ্রীকান্ত যেতে বাধ্য, ক্ষমা চাইতে বাধ্য। এর কোনও অন্যথা হবে না। আমি নিজেও সেই চেষ্টা করব। শ্রীকান্তও অমান্য করবে বলে মনে হয় না।
বিতর্কিত ভাইরাল ভিডিও সামনে আসার পর, শ্রীকান্ত মাহাতোর নিরাপত্তায় কোপ পড়েছে। সূত্রের খবর, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রেখে, শ্রীকান্ত মাহাতোর বাকি নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে!থাকছে না হাউস গার্ড এবং এসকর্টও।






















