Dilip Ghosh: ‘যারা বিজেপির ভোট বাড়তে দেননি, সেই আহাম্মকদের কথা কে শোনে’, তথাগতকে আক্রমণ দিলীপের
Dilip Ghosh Aims Tathagata Roy: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ‘যারা পার্টি অফিসকে পানশালা বানিয়েছেন, তারা ফুর্তি ছাড়া কিছু করেননি।'
কলকাতা: এবার তথাগত রায় নিয়েও বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি একের পর এক ট্যুইটে (Twitter) দিলীপ ঘোষকে বিঁধেছিলেন তথাগত রায় (Tathagata Roy)। সেই প্রেক্ষিতেই পাল্টা আক্রমণ শানালেন বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতি।
কী লিখেছিলেন তথাগত রায়?
একের পর এক ট্যুইটে তথাগত রায় লেখেন, আমার এক বন্ধু বলেছেন আমি নাকি ফিটার মিস্ত্রিদের অপমান করেছি। কখনই না। কিন্তু, যদি অজান্তেও করে থাকি তাহলে তাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু যে ফিটার মিস্ত্রীটি ২০১৬ সালের নির্বাচনের আগে মিথ্যা এফিডেভিট করে নিজেকে ঝাড়গ্রাম পলিটেকনিকের ডিপ্লোমাপ্রাপ্ত বলে লিখেছিলেন, এবং যা ওই পলিটেকনিক অস্বীকার করেছে, তার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। কারণ মিথ্যা এফিডেভিট করা একটি দণ্ডযোগ্য অপরাধ।
আরও পড়ুন, অসহ্য গরমে খানিক স্বস্তির খবর, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
আমার এক বন্ধু বলেছেন আমি নাকি ফিটার মিস্ত্রিদের অপমান করেছি। কখনোই না। কিন্তু যদি অজান্তেও করে থাকি তাহলে তাদের কাছে ক্ষমা চাইছি।
— Tathagata Roy (@tathagata2) April 20, 2022
কিন্তু যে ফিটার মিস্ত্রীটি ২০১৪ সালের নির্বাচনের আগে মিথ্যা এফিডেভিট করে নিজেকে ঝাড়গ্রাম পলিটেকনিকের ডিপ্লোমাপ্রাপ্ত বলে লিখেছিলেন, এবং যা ওই
এই ঘটনার পাল্টা কি বলেছেন দিলীপ ঘোষ?
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ‘যারা পার্টি অফিসকে পানশালা বানিয়েছেন, তারা ফুর্তি ছাড়া কিছু করেননি। সিপিএম, তৃণমূল থেকে সুবিধে নিয়ে যারা সুপারি দিয়েছিলেন। সুপারি দিয়েছিলেন, যাতে ভোট ৪ শতাংশেরও বেশি ভোট না পড়ে। যারা বিজেপির ভোট বাড়তে দেননি, সেই আহাম্মকদের কথা কে শোনে! বয়সেরও একটা দোষ আছে, ৭২ হলে মাথা কাজ করে না।'
পাশাপাশি বিজেপির বর্তমান রাজ্য সভাপতিকে তোপ প্রাক্তনের। সৌমিত্রদের সুরেই এবার সুকান্ত মজুমদারকে তোপ দিলীপের। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বক্তব্য, ‘সুকান্ত সবে দায়িত্ব পেয়েছেন, অভিজ্ঞতা কম। যাঁরা এতদিন আন্দোলন করেছেন তাঁদের গুরুত্ব দেওয়া উচিত। যাঁদের বিশ্বাস করে মানুষ রাস্তায় নেমেছে, তাঁদের গুরুত্ব দেওয়া উচিত। যোগ্যদের বাদ দিলে হবে না।'