Dilip Ghosh: 'নিয়েই নিক না! ঝামেলা মিটে যায়' হিরণের তৃণমূলে যোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপের
উল্লেখ্য, গতকালই, হিরণের এই যোগদান জল্পনা নিয়ে, মদন মিত্র বলেছিলেন, অভিষেকের প্যান্ডোরার বক্সে এরকম আরও অনেক হরিণ আছে। বাক্স খুললেই একে একে সব বেরিয়ে আসবে।
কলকাতা: বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায় (Hiran Chatterjee) কি তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন? এই জল্পনা বেশ কিছুদিন ধরে চলছে। এই আবহেই এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, নিয়েই নিক না! ঝামেলা মিটে যায়। অভিনেতা-বিধায়ক হিরণের সঙ্গে তৃণমূলের (TMC) পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতির একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই দলবদলের জল্পনার জোড়ালো হয়েছে। উল্লেখ্য, গতকালই, হিরণের এই যোগদান জল্পনা নিয়ে, মদন মিত্র বলেছিলেন, অভিষেকের প্যান্ডোরার বক্সে এরকম আরও অনেক হরিণ আছে। বাক্স খুললেই একে একে সব বেরিয়ে আসবে।
বঙ্গ বিজেপিতে কি ফের ভাঙন আসন্ন? খড়গপুর সদরের বিজেপি (BJP) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে তৈরি হয়েছে এমনই জল্পনা। ছবিতে হিরণের পাশে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতিকে। এই নিয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুরুত্ব দিতে চায়নি বিজেপিও।
পঞ্চায়েত ভোটের আগে কি দলের দরজা খুলে দিল তৃণমূল? ফের ভাঙন ধরতে চলেছে বঙ্গ বিজেপিতে? ভাইরাল হওয়া এই একটি ছবি ঘিরে প্রশ্নের ঝড় উঠল রাজনৈতিক মহলে।
ঠিক কী হয়েছি? এই ছবিতে জোড়াফুলের ব্যানারের সামনে যাঁরা বসে আছেন তাঁদের মধ্যে একজন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পাশে বসে আছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি। সূত্রের দাবি, এই ছবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের। তারিখ ১০ জানুয়ারি। সূত্রের খবর,সেদিন অজিত মাইতি, হিরণ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান।
সেখানে তৃণমূলে যোগদানের বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। সূত্রের দাবি, সেদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ক্যামাক স্ট্রিটের অফিসে উপস্থিত ছিলেন বিজেপির উত্তরবঙ্গের এক বিধায়ক এবং ২ নেত্রী। দলবদলের বিষয়েই তাঁদের মধ্যে আলোচনা হয় বলে সূত্রের খবর।
যদিও খড়গপুর সদরের বিজেপি বিধায়ক ১০ জানুয়ারি ট্যুইট করে দাবি করেছিলেন, তিনি এক অনুষ্ঠানে যোগ দিতে মধ্যপ্রদেশের ইন্দৌরে রয়েছেন। সূত্রের খবর, অভিষেকের অফিসে বৈঠকের পরে, অজিত মাইতি নিজে হিরণ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে ছেড়ে আসেন।
সেখান থেকেই ইন্দোরে যান হিরণ। তাহলে ১০ জানুয়ারি রাতে তিনি এই ট্যুইট করলেন কেন? সূত্রের খবর, বিজেপির এক শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই ট্যুইট করেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক।
এদিন দুর্গাপুরে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক হয়। বিজেপির জনপ্রতিনিধি-সহ বিভিন্ন পদাধিকারীরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু দেখা মেলেনি হিরণের। ফলে জল্পনা তুঙ্গে।
ভাইরাল হওয়া এই ছবি, এই বিষয়ে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একসময় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু, ধীরে ধীরে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহর হাত ধরে তিনি যোগ দেন বিজেপিতে। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন হিরণ। পঞ্চায়েত ভোটের আগে তিনি কি পদ্ম ছেড়ে জোড়াফুল শিবিরে ফিরতে চলেছেন? ক্রমশ বাড়ছে জল্পনা।