Dilip Ghosh Marriage : গোধূলি লগ্নেই বিয়ে দিলীপের, কনেও প্রস্তুত, এরই মধ্যে এল মুখ্যমন্ত্রীর তরফে এই উপহার
বিরাট বড় ফুলের তোড়া পাঠালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গাড়িতে করে এল রঙিন ফুল ও একরাশ শুভেচ্ছা।

সফলতম বিজেপি সভাপতির জীবনে বাজতে চলেছে বিয়ের সানাই! সঙ্ঘ থেকে এবার সংসারে! তেষট্টিতে নতুন ইনিংস শুরু করছেন দিলীপ ঘোষ! তা নিয়ে ঘরে বাইরে শুভেচ্ছার ঢেউ। আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই শুভেচ্ছাবার্তা আসতে চলেছে তৃণমূল শিবির থেকে। কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য, সকলেই পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা। আর এবার বিরাট বড় ফুলের তোড়া পাঠালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গাড়িতে করে এল রঙিন ফুল ও একরাশ শুভেচ্ছা। আড়ম্বর নয়, একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সারছেন দিলীপ ঘোষ ও বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিঙ্কু মজুমদার। তবুও শুভেচ্ছাবার্তার কমতি নেই। গেরুয়া শিবিরের পাশাপাশি অভিনন্দন আসছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল শিবির থেকেও।
মমতার শুভেচ্ছা
সূত্রের খবর, দিলীপ ঘোষের বাড়িতে ফুল ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ নেহাতই ঘরোয়া অনুষ্ঠান। কোনও হইচই নেই। নেই মহাভোজের আয়োজন। তবে মিষ্টি খাওয়ানো আর মিষ্টি বার্তা বিনিময় উভয়ই চলছে। রাজ্যে যখন তৃণমূল , বিজেপি সদা একে অপরের প্রতি আক্রমণাত্মক, তখন দিলীপের বিয়েতে শুভেচ্ছা এল দুই শিবির থেকেই। কিন্তু এখন প্রশ্ন বিয়ের পরে দিলীপের রাজনৈতিক জীবন কোন খাতে বইবে, চলছে জল্পনা।
তৃণমূলের অন্যদের শুভেচ্ছা
ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও তার সঙ্গে সায়ন্তিকার কটাক্ষ, এবার হয়ত উনি মহিলাদের সম্মান দিতে শিখবেন। এদিকে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের সঙ্গে কাঁটায়-কাঁটায় টক্কর দেওয়া কীর্তি আজাদ তো মিষ্টি বিলিই করে ফেলেছেন নিজের আবাসনে। গেয়ে ফেলছেন, মেরি ইয়ার কি শাদি হ্যায় !
অন্যদিকে, দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, ' অনেক অভিনন্দন দিলীপ দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। '
দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতাদের ঢল নেমেছে! কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, ' দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা।
এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। '
এদিকে সকাল সকালই দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান বিজেপির সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যরা।
সবমিলিয়ে দিলীপ ঘোষের অনাড়ম্বর বিয়েও জমজমাট। গোধূলি লগ্নেই চারহাত এক হবে। হবে আইনি পরিণয়। মানা হবে বৈদিক আচারও। নিমন্ত্রিত গুটিকয়েক আত্মীয়স্বজন।






















