Diwali 2022: আলোর উৎসবে কড়কাড়ি, ব্যবহার করা যাবে শুধু সবুজ বাজি, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Kolkata High Court: কলকাতা পুলিশের (Kolkata Police) সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হল শুধু সবুজ বাজিই ব্যবহার করা যাবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)।
![Diwali 2022: আলোর উৎসবে কড়কাড়ি, ব্যবহার করা যাবে শুধু সবুজ বাজি, নির্দেশ কলকাতা হাইকোর্টের Diwali 2022 regulations in the festival of lights, only green fire crackers can be used, orders by Calcutta High Court Diwali 2022: আলোর উৎসবে কড়কাড়ি, ব্যবহার করা যাবে শুধু সবুজ বাজি, নির্দেশ কলকাতা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/c06b4b65c39685acffdf27ad32b0afe61666371670737229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আলোর উৎসবে মাততে শুরু করেছে গোটা দেশ। কালীপুজো (Kali Puja 2022) ও দীপাবলি (Diwali 2022) মানেই বাজির ঘনঘটা। তারই আগেই উৎসবের মরসুমের কড়াকড়ি অব্যাহত। কলকাতা পুলিশের (Kolkata Police) সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হল শুধু সবুজ বাজিই ব্যবহার করা যাবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)।
আলোর উৎসবে কড়াকড়ি
শুক্রবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়েছে কেবলমাত্র সবুজ বাজিই ব্যবহার করা যাবে। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুসারে কালীপুজো ও দীপাবলির দিন রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি ফাটানোর ছাড় রয়েছে।
অন্যদিকে এই মাসের শেষেই ছটপুজো। ৩০ অক্টোবর ছটপুজো। সেদিন সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ছাড় রয়েছে বাজি পোড়ানোয়।
তবে উৎসবের মরসুম এখানেই শেষ নয়। সামনেই আসছে বড়দিন ও ইংরেজি নববর্ষ। কলকাতা হাইকোর্টের তরফে সেই দিনগুলোয় বাজি পোড়ানোর সময়ও বেঁধে দেওয়া হয়েছে। বড়দিনের প্রাক্কালে ও ইংরেজি নববর্ষের দিনে রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১২টা ৩০ পর্যন্ত অর্থাৎ ৩৫ মিনিট বাজি ফাটানোর অনুমতি দিয়েছে হাইকোর্ট।
এই সমস্ত ক্ষেত্রেই একমাত্র সবুজ বাজি ব্যবহার করতে হবে অন্যথায় তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। কোনওরকম সমস্যা বা সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে। সেগুলি হল ১০০, ১০৯১, ১০৯৮।
আরও পড়ুন: Purba Medinipur: পাঁশকুড়ায় শিশুর অস্বাভাবিক মৃত্যু, ডোবা থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য এলাকায়
অন্যদিকে দীপাবলির (Diwali) সূচনা ধনতেরাসের (Dhanteras) দিন থেকে হয়ে যায়। এমনই মনে করা হয় হিন্দুধর্মে। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এটি। এবার ত্রয়োদশী তিথি পড়ছে দুই দিন, অর্থাৎ ২২ ও ২৩ অক্টোবর। কিন্তু ধনতেরাস উৎসব পালিত হবে ২৩ অক্টোবর। কারণ পঞ্চাং অনুসারে, কৃষ্ণ ত্রয়োদশী তিথি ২২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে শুরু হয়ে ২৩ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টা ৪মিনিট পর্যন্ত থাকবে। উদয়তিথিকে সামনে রেখে ২৩ অক্টোবর ধনতেরাস উদযাপিত হবে।
ধনতেরাসের দিন বিভিন্ন জিনিস কেনার রীতি রয়েছে। যেমন, সোনা, রূপা, পিতল, ঝাড়ু, বাসনপত্র ইত্যাদি। এমনটা মনে করা হয় যে, বিশেষ এই দিনে সংশ্লিষ্ট এই জিনিসগুলি কিনলে ঘরে সমৃদ্ধি আসে। এটাও বলা হয় যে, ধনতেরাসে পুজো করলে ধন ও স্বাস্থ্যের বর পাওয়া যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)