Duare Ration : মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্পে ধাক্কা, ডিসেম্বরে দুয়ারে রেশন না দেওয়ার ঘোষণা বাঁকুড়া জেলার ডিলারদের
Duare Ration Project : মুখ্যমন্ত্রীর ঘোষিত দুয়ারে রেশন প্রকল্পে ধাক্কা। পরিকাঠামো না থাকায় আপাতত বাড়ির কাছে রেশন পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানাল বাঁকুড়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন চালুর ১৫ দিনের মধ্যেই ধাক্কা । পরিকাঠামো তৈরি না থাকায় ডিসেম্বর মাসে দুয়ারে রেশন না দেওয়ার কথা ঘোষণা করল বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশান । ডিসেম্বর মাসে এই প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে তাঁরা খাদ্য দফতরে আবেদন জানাবেন বলেও জানানো হয়েছে । যদিও জেলা খাদ্য সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে সরকারি প্রকল্প এভাবে বন্ধ করা যাবেনা । সমস্যা থাকলে প্রকল্প চালু রেখেই আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা হবে ।
নভেম্বর মাসের ১৬ তারিখে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য জুড়ে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নভেম্বরে বাঁকুড়া জেলা জুড়ে এই প্রকল্প চালুও হয়ে । কিন্তু সেই প্রকল্প চালু হওয়ার পনেরো দিনের মধ্যেই ফের তা বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিল বাঁকুড়ায় । আজ বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশান রীতিমত সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করল দুয়ারে রেশনের জন্য যে পরিকাঠামো দরকার তা তাদের নেই । এমত অবস্থায় তারা ডিসেম্বর মাসে গ্রাহকদের দরজায় পৌঁছে দিতে পারবে না রেশন সামগ্রী ।
দোকান থেকে আগের নিয়মেই রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবে গ্রাহকরা । দুয়ারে রেশন নিয়ে জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি রেশন সামগ্রী বন্টন নিয়েও জটিলতা তৈরি হয়েছে বলে এদিন দাবি করেছেন রেশন ডিলাররা । রেশন ডিলারদের দাবি, এখনও বহু গ্রাহক নিজের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত না করায় তাদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী দেওয়া হয়নি ডিলারদের । অন্যদিকে খাদ্য সরবরাহ দফতর স্পষ্টতই জানিয়ে দিয়েছে কোনও গ্রাহকের রেশন কার্ড থাকলেই তাঁকে রেশন সামগ্রী দিতে হবে ।
আধার যুক্ত না থাকা গ্রাহকদের কিভাবে রেশন সামগ্রী দেবেন ডিলাররা তা ভেবে পাচ্ছে না । বাঁকুড়া জেলা খাদ্য সরবরাহ দফতর জানিয়েছে দুয়ারে রেশন সরকারি প্রকল্প । এই প্রকল্প ডিলারদের চালু রাখতেই হবে । ডিলারদের সমস্যা মেটানোর চেষ্টা চলছে । প্রয়োজনে সমস্যাগুলি নিয়ে ফের আলোচনায় বসা হবে ।