Durga Puja 2021: বড় করে থিমের পুজো করার পরিকল্পনা করেও বাতিল, খুঁটি পুজোয় কী বার্তা লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের?
এবার পরিকল্পনা ছিল, বড় করে থিমের পুজো করার। কিন্তু করোনা আবহে সে মত বদলেছেন উদ্যোক্তারা। রবিবার ছুটির সকালে খুঁটিপুজো সারল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ।
![Durga Puja 2021: বড় করে থিমের পুজো করার পরিকল্পনা করেও বাতিল, খুঁটি পুজোয় কী বার্তা লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের? Durga Puja 2021 Lake Avenue Savak Sangha Khunti Puja Durga Puja 2021: বড় করে থিমের পুজো করার পরিকল্পনা করেও বাতিল, খুঁটি পুজোয় কী বার্তা লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/5f2126297ef25d20e8b1bb418b01b8fc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: কাউন্ট ডাউন শুরু। বাঙালির ঘরে উমা আসতে একমাসও বাকি নেই! ঘূর্ণাবর্তের কালো মেঘ সরলেই আকাশজুড়ে শুরু শরৎ ম্যাজিক! আবাসন হোক বা বারোয়ারি.. সব জায়গায় প্রস্তুতি জোরকদমে। গত বছর একেবারে শেষ বেলায় পুজোর অনুমতি পেয়েছিল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ। এবার পরিকল্পনা ছিল, বড় করে থিমের পুজো করার। কিন্তু করোনা আবহে সে মত বদলেছেন উদ্যোক্তারা। রবিবার ছুটির সকালে খুঁটিপুজো সারল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ।
রবিবার এই পুজোর খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল বিধায়ক জানান, লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ ভাল ক্লাব। এবার বড় করে পুজো করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা আবহে পরিকল্পনা বাতিল করে ছিমছিম ভাবেই হচ্ছে পুজো। সবকিছু জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান ক্লাবের সাধারণ সম্পাদক।
কখনও রোদ, কখনও বৃষ্টি! মাঝে মাঝেই উঁকি দিচ্ছে সাদা মেঘের ভেলা। যেন বারবার জানান দিচ্ছে, ঢাকে কাঠি পড়তে যে আর বেশি দেরি নেই।
আরও পড়ুন :
জৌলুস নেই, তবু গ্রামবাসীর আগ্রহ এখনও বাঁকুড়ার সিট জমিদার বাড়ির ৩০০ বছরের পুরনো পুজো ঘিরেই
অন্যদিকে, অরুণ পালের শিল্পভাবনায় সেজে উঠছে বাগুইআটি বন্ধুমহলের পুজো মণ্ডপ। শিল্পের যেমন মৃত্যু হয় না, ঠিক তেমনই শিল্পীরও মৃত্যু হয় না এমনটা বলাই যায়। অরুণ পাল এবছর ফিরে আসছেন বাগুইআটির বন্ধুমহল ক্লাবে। একইসঙ্গে ফিরছে তাঁর সমস্ত সৃষ্টি, তাঁর কর্মশালা, সমস্ত কিছু।
বাগুইআটি বন্ধুমহল ক্লাবের শিল্প ভাবনার দায়িত্বে রয়েছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য। তাঁর কথায়, 'আমার একটা আক্ষেপ রয়ে গেছে। আমারও ইচ্ছে ছিল অরুণ পালের সঙ্গে কাজ করার। কিন্তু সেই ইচ্ছেটা আমার পূরণ হয়নি। সেই আক্ষেপটাকেই পূরণ করার জন্য অরুণ পালকে আমি আমার কাছে নিয়ে এসেছি। আমার প্যান্ডেলে নিয়ে এসেছি। আমার ইনস্টলেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।'বাগুইআটি বন্ধুমহলে এবার শিল্পী অরুণ পালের ভাবধারা, সৃষ্টিকেই তুলে ধরা হচ্ছে মণ্ডপসজ্জায়। প্রতিমার সাজসজ্জায়ও থাকছে চমক। করোনা আবহে এই বছর দ্বিতীয় পুজো। জনসাধারণের মধ্যে সতর্কতার বার্তা পৌঁছে দিতে উদ্যোগী পুজো উদ্যোক্তারাও। মা দুর্গাকে এবছর পরানো হবে সোনার মাস্ক। এক পুজো উদ্যোক্তার কথায়, 'মাকে সোনার মাস্ক পরিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি যে, মা নিজে যেমন মাস্ক পরেছেন তেমন আপনারা সকলেই মাস্ক পরুন। করোনার এই মহামারী থেকে নিজেকে সকলে মুক্ত রাখুন। এটাই আমাদের বার্তা।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)