Belur Math Bijaya Dashami : আজ বেলুড় মঠে প্রতিমা নিরঞ্জন, কখন হবে মা দুর্গার বিজয়া ?
Dashami Puja Live from Belur Math : বিজয়া দশমীর দিন সকালে পুজোয় বেলুড়ে মাকে নিবেদন করা হয় শীতলভোগ । অর্থাৎ ঠান্ডা খাবার নৈবেদ্য নিবেদন করা হয়।
![Belur Math Bijaya Dashami : আজ বেলুড় মঠে প্রতিমা নিরঞ্জন, কখন হবে মা দুর্গার বিজয়া ? Durga Puja 2023 Watch Dashami Puja Live from Belur Math, know the timings Of Bijaya Belur Math Bijaya Dashami : আজ বেলুড় মঠে প্রতিমা নিরঞ্জন, কখন হবে মা দুর্গার বিজয়া ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/a20d95d7ccb7099f62d250662f2be393169811418720453_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাওড়া : আজ বিজয়া দশমী। (Bijoya Dashami) বিচ্ছেদের বিজয়া। বাপের বাড়ি থেকে কৈলাসের উদ্দেশে যাত্রা উমার। দেবী বাপের বাড়ির ছুটি কাটিয়ে পাড়ি দেবেন কৈলাসে৷ উৎসবের আনন্দ উচ্ছ্বাস শেষে বিষণ্ণতার সুর৷ সকাল থেকে নিয়ম মেনে বেলুড় মঠে শুরু হয়েছে দশমীর পুজো। সকালে বেলুড়মঠে হয় মঙ্গলারতি। তারপরেই দশমী পুজো শুরু হয়েছে । (Durga Puja 2023)
বিজয়া দশমীর দিন সকালে পুজোয় বেলুড়ে মাকে নিবেদন করা হয় শীতলভোগ । অর্থাৎ ঠান্ডা খাবার নৈবেদ্য নিবেদন করা হয়। সকালে প্রথমে আরতি প্রথমে সম্পন্ন হয় । তারপর পূজারি সন্ন্যাসী ও তন্ত্রধারক দেবীর প্রদক্ষিণ করে বিসর্জনের আচার পালন করেন। এই আচারে দেবীমূর্তি ও নবপত্রিকার সামনে দাঁড়িয়ে করজোরে বিজয়ার পুজো করা হয়। অর্থাৎ অধিষ্ঠিতা দেবী ফিরে যান কৈলাসে । তবে দেবী মহামায়া ভক্তদের হৃদয়ে বিরাজ করেন।
এরপর রীতি মেনে ঘট বিসর্জন হয় । দর্পণ বিসর্জনের মাধ্যমে মাকে বিদায় জানানো হয়। সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হবে নিরঞ্জনের আনুষ্ঠানিক প্রস্তুতি। শোভাযাত্রা সহকারে মায়ের ঘাটে নিয়ে এসে প্রতিমা নিরঞ্জন করা হবে।
দেখুন বেলুড় মঠের দশমী পুজো নিচের লিঙ্কে :
সন্ধ্যায় বেলুড়ের মূল মন্দিরে রামকৃষ্ণের ছবির সামনে আরতির পর উমা বিদায়ের মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে অংশ নেন মঠের মহারাজরা৷ প্রথা মাফিক ধুনুচি নাচও হয় মন্দিরের সামনে৷ সন্ধে সাড়ে সাতটা নাগাদ শুরু হয় আতশবাজির প্রদর্শনী৷ তারপর মূল মন্দিরের সামনে কিছুক্ষণ রাখা হয় প্রতিমাকে৷ তারপর হয় প্রতিমা নিরঞ্জন।
স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সাল থেকে মা দুর্গার পুজো শুরু হয়েছিল বেলুড়মঠে । শতবর্ষ পেরোলেও সেই একই রীতিনীতি ও নিষ্ঠা সহকারে চলে আসছে বেলুড় মঠের দুর্গাপুজো ।
কলকাতায় প্রতিমা নিরঞ্জনের জন্য ঘাটে ঘাটে প্রস্তুতি
দশমীর সকালে গঙ্গার ঘাটে বিসর্জনের প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জলে-স্থলে রয়েছে পুলিশের নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ড্রোন উড়িয়েও নজরদারি চালানো হবে। গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। দশমীর দিন দুপুর সোয়া ১টা থেকে বন্ধ থাকবে চক্ররেল পরিষেবা। এদিন প্রথমে বাড়ির ঠাকুর বিসর্জন হবে। এরপর একে একে বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জনের পালা। বাবুঘাট, জাজেস ঘাট, বাগবাজার ঘাট, আহিরীটোলা ঘাট-সহ গঙ্গার একাধিক ঘাটে চলবে বিসর্জন।
আরও পড়ুন :
কেন বিজয়া দশমীর দিন রাবণ দহন করা হয়? দেশজুড়ে দশেরা পালনের কী রীতি ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)