ED Raid: রাজ্যের ১২টি জায়গায় ইডির হানা, তল্লাশি কলকাতাতেও
Kolkata News: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বনগাঁর পাশপাশি কলকাতাতেও তল্লাশি অভিযানে নামল ইডি। রেশন দুর্নীতি মামলায় সাতসকালে সিঁথিতে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা।
কলকাতা: রাজ্যের মোট ১২টি জায়গায় ইডি হানা। উত্তর পরগনার পাশাপাশি কলকাতাতেও তল্লাশি অভিযানে ইডি (ED)। সিঁথি ও বিজয়গড়ে অভিযানে আধিকারিকরা। ইএম বাইপাসে শঙ্কর আঢ্যর সহযোগীর বাড়িতে ইডি।
ইডির হানা: রেশন দুর্নীতির তদন্তে নতুন বছরের শুরুতেই ফের সাঁড়াশি অভিযানে নেমেছে ইডি। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বনগাঁর পাশপাশি কলকাতাতেও তল্লাশি অভিযানে নামল ইডি। রেশন দুর্নীতি মামলায় সাতসকালে সিঁথিতে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে ব্যবসায়ী গোপাল বণিকের বাড়ি। অন্যদিকে, যাদবপুরের বিজয়গড়েও হানা দিল ইডি। চাটার্ড অ্যাকাউন্ট কল্যাণ সিংহ রায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।
এদিন সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ২ তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি সত্ত্বে সাড়া মেলেনি কারও। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তৃণমূল কর্মী-সমর্থক শাহজাহানের বাড়ির সামনে জড়ো হন। কেন না জানিয়ে ইডির হানা? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তারা। ইডির আধিকারিকদের মারধর শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি।
অন্যদিকে, একই মামলায় মামলায় উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর একাধিক ঠিকানায় হানা দেয় ইডি। সকাল সকাল বনগাঁর শিমূলতলায় তৃণমূল নেতার বাড়ি, শ্বশুর বিনয়কুমার ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডি। শিমুলতলায় শঙ্কর আঢ্য এক কর্মচারী অঞ্জন মালাকার ও বসাকপাড়ায় আরেক কর্মচারী বিশ্বজিৎ ঘোষের বাড়িতেও হানা দিল ইডি। গাইঘাটার দোগাছিয়ায় তৃণমূল নেতার ভাই মলয় আঢ্যর আইসক্রিম কারখানাতেও ইডি হানা। কয়েকদিন আগে শঙ্কর আঢ্যকে তলব করেছিল ইডি, যদিও ইডির দফতরে হাজির হননি তৃণমূল নেতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment Scam: কালীঘাটের কাকুর ভয়েস স্য়াম্পল টেস্ট নিয়ে তোলপাড়, কীভাবে হয় পরীক্ষা?