![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bowbazar Metro Disaster: বউবাজারে মেট্রো বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি-বেঙ্গালুরু থেকে আসছেন বিশেষজ্ঞরা
Experts Invited: বউবাজারে মেট্রো বিপর্যয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি ও বেঙ্গালুরু থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞদের। আপাতত ক্রস প্যাকেজের কাজ বন্ধ রয়েছে।মেট্রো সূত্রে খবর, বিশেষজ্ঞদের দেখিয়ে কাজ শুরু করার ভাবনা।
![Bowbazar Metro Disaster: বউবাজারে মেট্রো বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি-বেঙ্গালুরু থেকে আসছেন বিশেষজ্ঞরা Experts From Delhi And Bengaluru Are Being Invited To See The Condition Of Metro Disaster In Bowbazar Bowbazar Metro Disaster: বউবাজারে মেট্রো বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি-বেঙ্গালুরু থেকে আসছেন বিশেষজ্ঞরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/16/eabfdfff190862b070f8cebf6e49a5121665904447041482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বউবাজারে (Bowbazar) মেট্রো (metro disaster) বিপর্যয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি (delhi) ও বেঙ্গালুরু (bengaluru) থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞদের (experts)। আপাতত ক্রস প্যাকেজের কাজ বন্ধ রয়েছে। মেট্রো সূত্রে খবর, বিশেষজ্ঞদের দেখিয়ে কাজ শুরু করার ভাবনা। বউবাজারের ওই এলাকায় নতুন করে ভূমিক্ষয় হচ্ছে না।
কী হতে চলেছে?
এই মুহূর্তে প্রকল্পের কাজ যেখানে দাঁড়িয়ে রয়েছে, তাতে মেট্রোর ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিৎ বলে আশঙ্কা কারও কারও। সেই জায়গা থেকেই দিল্লি এবং বেঙ্গালুরু মেট্রোর বিশেষজ্ঞদের ডেকে পাঠানোর সিদ্ধান্ত। প্রাথমিক ভাবে স্থির হয়েছে তাঁরা এসে সুড়ঙ্গ পরীক্ষা করে দেখবেন। এর মধ্যে সুড়ঙ্গের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে। 'ক্রস প্যাসেজ'-র কাজ খালি বাকি। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২ কিলোমিটারের একটি যাত্রাপথ রয়েছে। এই যাত্রাপথের মধ্যে 'ক্রস প্যাসেজ' তৈরির কথা। নিয়ম অনুযায়ী, প্রতি ২০০ মিটার অন্তর 'ক্রস প্যাসেজ' তৈরি করতে হবে। মোট আটটি 'ক্রস প্যাসেজ'-র তিনটি তৈরি করা হয়ে গিয়েছিল। চতুর্থটি তৈরি করতে গিয়েই বউবাজারের মদন দত্ত লেনের বিপর্যয় দেখা যায়। এহেন পরিস্থিতিতে 'ক্রস প্যাসেজ' তৈরির পরিকল্পনা কী ভাবে বাস্তবায়ন হবে? কারণ বউবাজার অংশের মাটির হাল অত্যন্ত খারাপ। বিভিন্ন সময়ে মাটির নিচে জলস্তর থেকে সুড়ঙ্গে জল ঢুকে পড়ছে যার জেরে এই বিপত্তি বার বার ঘটছে বলে ব্যাখ্যা বিশেষজ্ঞদের। এর মধ্যে কী ভাবে কাজ এগোনো যায়, সেটা ঠিক করতেই ভিন রাজ্য থেকে বিশেষজ্ঞের দল আনার সিদ্ধান্ত। তবে যে ডেডলাইন রেখে কাজ করা যাচ্ছিল, সেটা যে পিছোচ্ছে তা মোটামুটি নিশ্চিত। ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এসেছেন। তাঁরা মাটির উপরের অংশ অর্থাৎ বউবাজারের বিপর্যস্ত বাড়িগুলির হাল খতিয়ে দেখছেন। সুড়ঙ্গের দিকটা দেখার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ আনার কথা। আপাতত সে অর্থে কোনও কাজ হচ্ছে না। শুধু 'গ্রাউটিং' চলছে। মাটির ক্ষয় আটকানোর প্রক্রিয়া গ্রাউটিং। উপর ও নীচ, দুদিক থেকেই এই কাজ চলছে। বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়ার পরই বাকি কাজ শুরু হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেএমআরসিএল।
তৎপর প্রশাসন...
এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বউবাজারে মেট্রো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাহায্যের জন্য আজ থেকে গোয়েঙ্কা কলেজে খোলা হচ্ছে ক্যাম্প। সেখানে থাকবেন পুলিশ, পুরসভা ও KMRCL-এর প্রতিনিধিরা। ক্যাম্পে এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন ক্ষতিগ্রস্তরা। প্রশাসন জানিয়েছে, বিপর্যয়ের জেরে বউবাজারের মদন দত্ত লেনের ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভুক্তভোগী ২৮টি পরিবারের ১৮০ জন সদস্য। তাঁদের বিভিন্ন হোটেলে স্থানান্তরিত করা হয়েছে। বউবাজারে মেট্রোর কাজে বিপত্তির ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে বৈঠকের পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র-সহ অন্য আধিকারিকরা। পরে মেয়র ঘোষণা করেন, ক্ষতিগ্রস্তদের জন্য আজ, রবিবার থেকে ক্যাম্প চালু হবে গোয়েঙ্কা কলেজে। পাশাপাশি কেএমআরসিএল, ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবে বলেও জানান মেয়র।
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব ইডি-র
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)