Firhad On Anubrata: অনুব্রত জামিন পেতেই 'বাঘের' সঙ্গে তুলনা, ফিরহাদ বললেন..
Firhad Hakim On Anubrata Mondal: অনুব্রত মণ্ডল জামিন পেতেই নিজের পুরনো মন্তব্যেই অটুট থাকলেন, কী বলছেন ফিরহাদ ?
কলকাতা: গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর বীরভূমে দাঁড়িয়েই তাঁকে বাঘ বলে সম্বোধন করেছিলেন ফিরহাদ হাকিম। এবারেও সেই ধারাতেই অটুট থাকলেন। অনুব্রত মণ্ডল জামিন পেতেই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন,'বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। বাঘ খাঁচায় থাকলে, হায়না-শিয়ালরা চিৎকার করে। বাঘ খাঁচা থেকে বেরোলে বিরোধীরা পালিয়ে যাবে।'
জামিন পেলেন অনুব্রত মণ্ডল
সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ১৮ মাস তিহাড়ে জেলবন্দি থাকার পর, শুক্রবার গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন তিনি। জামিন মেলার পর, অনুব্রত মণ্ডল কবে তিহাড় জেল থেকে নিজের বাড়িতে ফেরেন, তার অপেক্ষায় তৃণমূলের নেতা-কর্মীরা।এক পুজোর আগে গ্রেফতার হয়েছিলেন, দুবছর পর, আরেক পুজোর মুখে বীরভূমে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল।
১৮ মাস তিহাড় জেলে
২০২২ সালের ১১ অগাস্ট, গরু পাচার মামলায় বীরভূমের নিচু পট্টির এই বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল CBI। এই মামলায় পরে তাঁকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে নিয়ে যায় তারা। গত মাসে CBI-করা মামলায় জামিন পান কেষ্ট। তবে ED-র করা মামলার জন্য় জেল থেকে মুক্তি পাননি। অবশেষে ১৮ মাস তিহাড় জেলে বন্দি থাকার পর, শুক্রবার সেই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল।
বীরভূমে উৎসব শুরু তৃণমূলের কর্মী-সমর্থকদের
এই খবর আসার পর বীরভূমে উৎসব শুরু করে দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অনুব্রত মণ্ডল ফিরলে, বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে তাঁকে কীভাবে আহ্বান জানানো হবে, তাই নিয়ে বৈঠকে বসেন জেলার নেতারা। জামিন মেলার পর, অনুব্রত মণ্ডল কবে তিহাড় জেল থেকে নিজের বাড়িতে ফেরেন, তার অপেক্ষায় তৃণমূলের নেতা-কর্মীরা।
আরও পড়ুন, আন্দোলনের অভিমুখ কি ঘুরে গেল? CBI এর কাজে আশা না হতাশা? কী বললেন অনিকেত?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।