Gold Robbery: রাজ্যে বারবার সোনার দোকানে ডাকাতি, প্রশ্নের মুখে 'নিরাপত্তা', ঘুম উড়ল স্বর্ণ ব্যবসায়ীদের
Bengal Gold Robbery:বারবার রাজ্যের বুকে ডাকাতি, শ্যুটআউটের ঘটনাও কম নয়, স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে ?
কলকাতা: 'সোনার দোকানে ডাকাতি', প্রায়শই এই তিনটি শব্দ খবরের শিরোনামে উঠে আসছে। এখানেই শেষ নয়, এই ডাকাতির কারণে অতীতে 'খুন'ও হতে হয়েছে সোনার দোকানের মালিককে। প্রশ্ন একটাই 'নিরাপত্তা' কোথায় ? কার্যতই ঘুম উড়েছে রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীদের। আর এই প্রশ্নের মাঝেই একইদিনে রাজ্যের দুটি জেলা রানাঘাট ও পুরুলিয়ায় ২টি সোনার দোকানে পরপর ডাকাতি। সিসিটিভি-র সেই ভয়াবহ ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ডাকাতির এই ঘটনা ফের চোখে আঙুল দেখিয়ে দিল স্বর্ণ ব্যবসায়ীদের বর্তমান নিরাপত্তার চেহারাটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে ?
রাজ্যের বুকে এখনও ব্যারাকপুরের শ্যুটআউটের ঘটনা জ্বলজ্যান্ত।এর আগে ২৪ মে ব্যারাকপুরের আনন্দপুরীতে ভরা বাজারে সোনার দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। ডাকাতিতে বাধা দিতে গেলে সোনার দোকানের মালিককে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। পাশাপাশি পূর্ব বর্ধমানের শক্তিগড়ের একটি সোনার দোকানে ঢুকেও মালিককে গুলি করার ঘটনার সাক্ষী রাজ্য।
সম্প্রতি ব্যারাকপুরের ঘটনা ঘটেছিল মালদাতেও। ডাকাতদের বোমায় নিহত হন সিভিক ভলান্টিয়ার। চাঁচলের মালতিপুরে ভরসন্ধ্যায় ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন দোকানের মালিক। দোকানে ডাকাতির পরে হয়েছিল বোমাবাজিও। তাতেই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছিল বলে খবর। সোনার দোকানের মালিকের পায়ে গুলি চালিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছিল বলে অভিযোগ। সন্ধে ৬টা নাগাদ বাইকে করে ভরা বাজারে সোনার দোকানে ৬ দুষ্কৃতী চড়াও হয়েছিল সেদিন।
ঘটনাস্থল থেকে ১৫ কিমি দূরে কাশেমপুরে ডাকাতদের বাধা দেওয়ায় সিভিক ভলান্টিয়ার খুন হয়েছিলেন।একুশ সালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে এক স্বর্ণ ব্যবসায়ীও খুন হয়েছিলেন। কিন্তু মাঝে বাইশ পেরিয়ে তেইশ সালে পা দিলেও বদলায়নি ছবি। আর এবার একইদিনে পরপর দুই ডাকাতির ঘটনায়, ফের বেআব্রু হয়ে পড়ল স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার চাদর।
আরও পড়ুন, কমল LPG গ্যাসের দাম, মমতা বললেন, এটাই INDIA জোটের কামাল
মূলত, একইদিনে প্রায় একই সময়ে রাজ্যের দুই জেলায় রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ভরদুপুরে রানাঘাটে নামী সোনার দোকানের শোরুমে গুলি চালিয়ে লুঠের ঘটনা ঘটেছে। রানাঘাটে গয়নার বিপণি থেকে ৯০ শতাংশ গয়না লুঠের অভিযোগ উঠেছে। প্রকাশ্যে রাস্তায় পুলিশের সঙ্গে গুলির লড়াই হয়েছে। তবে এবার শেষ রক্ষা হয়নি লুঠেরাদের। গুলিবিদ্ধ ১ দুষ্কৃতী। ধাওয়া করে ইতিমধ্যেই ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় একই সময়ে পুরুলিয়াতেও ওই সংস্থার সোনার দোকানের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। পুরুলিয়ার শোরুম থেকে অন্তত ৮ কোটি টাকার গয়না লুঠের অভিযোগ উঠেছে।