Train Derailed Again : আজ আবার লাইনচ্যুত ট্রেন ! আবার রাঙাপানি
Train Derailed Today : সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়।
সনৎ ঝা, শিলিগুড়ি : মাস দেড়েক আগেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। আবার একই জায়গা প্রায়। মাস দেড়েক পর, ফের ফাঁসিদেওয়ার রাঙাপানিতে ঘটে গেল রেল-দুর্ঘটনা। আবারও লাইনচ্যুত হল ট্রেন। এবার মালগাড়ি। গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিসনে বরাবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয়। আর তারপরই সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বই-হাওড়া এক্সপ্রেস ট্রেনের ১৮ টি বগি। আবারও লাইনচ্যুত হল মালগাড়ি।
সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।
গত ১ বছরের একের পর এক দুর্ঘটনা
গত বছর থেকে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে। গত বছর ২ জুন, বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু হয়। ২৬ অগাস্ট মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ৪ জনের মৃত্যু হয়। ১১ অক্টোবর বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে পড়ে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস। মারা যান ৫ জন। আহত হন ৩০ জন। ২৯ অক্টোবর বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ৫০ জন। ১৭ জুন দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মৃত্যু হয় ১০ জনের। এরপর ফের ১৮ জুলাই চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে মারা যান ৩
জন। এরপর ৩০ জুলাই ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়।
চক্রধরপুরের আপডেট
এদিকে , এখনও ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিসনে বরাবাম্বু স্টেশনের কাছে দুর্ঘটনাগ্রস্ত মুম্বই-হাওড়া মেলের কামরাগুলি সরিয়ে ফেলার কাজ চলছে। সরানো হচ্ছে বেলাইন হওয়া মালগাড়ির বগিও। আজই অন্তত একটি লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে। গতকাল ভোরে দুর্ঘটনার কবলে পড়ে
মুম্বই-হাওড়া মেল। রেললাইনে পড়ে থাকা মালগাড়ির বগির সঙ্গে ধাক্কা লাগে এক্সপ্রেস ট্রেনের। ২ জনের মৃত্যু হয়। ৮ জন যাত্রী চক্রধরপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন
অগাস্ট শুরুতেই নিম্নচাপের সঙ্কেত, ৯ জেলায় তুমুল বৃষ্টি বৃহস্পতিবারেই?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।