SC-ST Bill: তফশিলি জাতি ও উপজাতি সংশোধনী বিলে সই করলেন রাজ্যপাল
Governor Signed SC-ST Bill: বুধবারই বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সিভি আনন্দ বোস। আর বৃহস্পতিবারই, তফশিলি জাতি ও উপজাতি সংশোধনী বিলে সই করেন তিনি।
ঝিলম করঞ্জাই, কলকাতা: তফশিলি জাতি ও উপজাতি (SC ST Bill) সংশোধনী বিলে সই করলেন রাজ্যপাল। এর ফলে, একবার SC,ST শংসাপত্রের জন্য করা আবেদন খারিজ হয়ে গেলেও, ফের আবেদন করা যাবে।
সংশোধনী বিলে সই করলেন রাজ্যপাল: বুধবারই বাংলার নতুন রাজ্যপাল (Governor) হিসেবে শপথ নিয়েছেন সিভি আনন্দ বোস। আর বৃহস্পতিবারই, তফশিলি জাতি ও উপজাতি সংশোধনী বিলে সই করেন তিনি। নিজেই ট্যুইট করে জানান সেকথা। টুইটারে সিভি আনন্দ বোস লেখেন, সংশোধনী এই বিলে সম্মতি দিতে পেরে তিনি আনন্দিত।
While noting his Assent on the Bill, Hon’ble Governor has also been pleased to note as follows:
— Governor of West Bengal (@BengalGovernor) November 24, 2022
“I see this as a measure which addresses ‘the poorest and lowliest and lost’ described by Gurudev Tagore in Gitanjali” pic.twitter.com/h7BGTgVbGV
প্রসঙ্গত, এতদিন SC/ST শংসাপত্রের জন্য মাত্র একবার আবেদন করা যেত। উচ্চতর কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করে দিলে, আর আবেদনের সুযোগ ছিল না। বিল সংশোধনের ফলে, এবার আবেদন খারিজ হলেও, ফের আবেদন জানানো যাবে। সেপ্টেম্বর মাসেই এই সংশোধনী বিল বিধানসভায় পাস হয়। তারপর থেকেই তা ছিল রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। পরবর্তীকালে, অস্থায়ী রাজ্যপাল লা গণেশন বেশ কিছু বিলে স্বাক্ষর করলেও, এই বিলের ক্ষেত্রে সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। অবশেষে এই সংশোধনী বিলে বৃহস্পতিবার অনুমোদন দিলেন নতুন রাজ্যপাল। এদিকে, দায়িত্বগ্রহণের পর শুক্রবার বিকেলে, ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শনে যান সি ভি আনন্দ বসু।ছিলেন প্রায় ৪৫ মিনিট। ঘুরে দেখেন লাইব্রেরি। হাতে তুলে নেন বহু দুষ্প্রাপ্য বই।
আরও পড়ুন: Fraud Case: চড়া হারে রিটার্নের ফাঁদে পড়ে ১ কোটি ৩০ লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ চিকিৎসক কুণাল সরকারের