Health Insurance Scheme: স্বাস্থ্যবিমার ক্যাশলেস সুবিধার সীমা বাড়ল সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের, জারি বিজ্ঞপ্তি
এতদিন এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিত্সা পরিষেবার সুবিধা পেতেন। তা ৫০ হাজার টাকা বাড়ানো হল। এবার থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সার ক্ষেত্রে দেড় লক্ষ টাকা ক্যাশলেস এর সুবিধা পাবেন।
ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্যবিমার ক্যাশলেস (Cashless) সুবিধার সীমা বাড়ল। অর্থ দফতরের (Finance Department) তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কর্মীরা ওই স্বাস্থ্য বিমা প্রকল্পে (Health Insurance Scheme) হাসপাতালে ভর্তি হলে এতদিন এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস (Cashless) চিকিত্সা পরিষেবার সুবিধা পেতেন। তা ৫০ হাজার টাকা বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হল। অর্থাত্, এবার থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সার ক্ষেত্রে দেড় লক্ষ টাকা ক্যাশলেস এর সুবিধা পাবেন সরকারি কর্মীরা। মে মাস থেকে এই সুবিধা পাওয়া যাবে।
View this post on Instagram
বাড়ল স্বাস্থ্যবিমার ক্যাশলেস সুবিধার সীমা: রাজ্য সরকারের যে স্বাস্থ্য বিমা প্রকল্প রয়েছে তার ক্যাশলেস সীমা ছিল এক লক্ষ টাকা ছিল। ৫০ হাজার টাকা বাড়ানো হল সেই সুবিধার। ফলে এবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা করাতে গেলে দেড় লক্ষ টাকা ক্যাশলেস এর সুবিধা পাওয়া যাবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্পে যাঁদের নাম নথিভুক্ত করানো আছে তাঁরাই এই সুবিধা পাবেন। সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী যাঁরা ইতিমধ্যেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন তাঁরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে, গতকাল বদলি করা হয় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (West Bengal CMOH) অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)। তঁকে উত্তরকন্যার ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করে পাঠানো হল। তাঁর জায়গায় রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন সিদ্ধার্থ নিয়োগী (Siddhartha Niyogi)। শুধু স্বাস্থ্য অধিকর্তার বদলিই নয়, এ দিন রাজ্যের স্বাস্থ্য দফতর নিয়োগ বোর্ডেও রদবদল ঘটানো হল। তার নতুন চেয়ারম্যান হলেন সুদীপ্ত রায়। স্বাস্থ্য নিয়োগ বোর্ডের সদস্যদের রদবদল নিয়েও এ দিন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য স্বাস্থ্য দফতর।