Weather Update: তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, বিশ্বকর্মা পুজোয় ভারী বৃষ্টিতে ভাসবে রাজ্য?
Weather: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে।
কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে (Depression)। উত্তর ওড়িশা ও বাংলা উপকূলের দিকে যার অভিমুখ। এর জেরে ভাদ্রের শেষ বেলায় বঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। আজ ও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম জেলায় দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে তবে সপ্তাহান্তে হাওয়া বদল হলেও ফের বৃষ্টি ফিরবে পরের সপ্তাহে।
বিশ্বকর্মা পুজোয় রাজ্যে ভারী বৃষ্টি: আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জিব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। বৃষ্টি হবে মূলত ওড়িশায় (Odisha)। এ রাজ্যে জলীয় বাষ্প ঢোকার কারণে ১৪ এবং ১৫ সেপ্টেম্বর কলকাতা এবং উপকূল লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain) হবে। তবে রাজ্যে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। এর পর ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর বৃষ্টিপাতের পরিমাণ কমবে। ১৮ তারিখ থেকে ফের বৃষ্টি বাড়বে, চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বকর্মা পুজোয় রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে ১৬ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ফের ১৮ সেপ্টেম্বর থেকে মেঘলা আকাশ থাকার কারণে তাপমাত্রা কমবে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা আরও জানিয়েছেন, উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে ১৮ থেকে। আজ এবং আগামীকাল সমুদ্রে মাঝ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সকালটা রোদঝলমলে থাকলেও অস্বস্তি ছিল চরমে। গলদঘর্ম দুপুরের স্বস্তি দিল কয়েক পশলা বৃষ্টি। বৃষ্টি চলবে অন্তত ৩ দিন আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছিল, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় ওই ঘূর্ণাবর্ত, নিম্নচাপে পরিণত হবে। অবস্থান করবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছকাছি। তবে এই রাজ্যে তার সরাসরি প্রভাব পড়বে না।
১৪ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির দিনগুলি বাদ দিয়ে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আরও পড়ুন: Murshidabad News: ফের গঙ্গা ভাঙন সামশেরগঞ্জে, রাজ্য সরকারকে নিশানা অধীরের