Hooghly Flood News: DVC বোরো চাষের জল ছাড়তেই ভাঙল বাঁধ, প্লাবিত হুগলির খানাকুল
West Bengal News: গত বছরের সেপ্টেম্বরের বন্যায় খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচকে মুণ্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙেছিল।

বাপন সাঁতরা, হুগলি: DVC বোরো চাষের জল ছাড়তেই হুগলির খানাকুলে ফের ভাঙল বাঁধ। চিংড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বলাইচক, কুমারচক, রঞ্জিতবাটি, কেটোদল-সহ বহু গ্রামে চাষের জমি প্লাবিত হয়েছে। এখনও মাঠে আলু রয়েছে। আচমকা প্লাবনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
প্লাবিত হুগলির খানাকুল: এদিন সকালে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চিংড়া পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ চাষের জমি। এখনও মাঠে আলু থাকায় শঙ্কায় রয়েছেন কৃষকরা। আচমকা প্লাবনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তাঁরা। সেপ্টেম্বরের বন্যায় খানাকুলের চিংড়া পঞ্চায়েতের বলাইচকে মুণ্ডেশ্বরী নদীর শাখা খালে বাঁধ ভেঙেছিল। স্থানীয়দের অভিযোগ, সেই বাঁধ ভালভাবে না বাঁধার কারণে এই ঘটনা ঘেটেথে।। বর্তমানে বোরো চাষের জন্য জল ছেড়েছে ডিভিসি। সেই জল এসে পৌঁছতেই বলাইচকে বাঁধ নতুন করে প্লাবিত হয়েছে। এর জেরে চিংড়া পঞ্চায়েতের বলাইচক, কুমারচক, রঞ্জিতবাটি, কেটোদল সহ বহু গ্রামের চাষের জমি ডুবে গিয়েছে। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে অনেক চাষিকে তড়িঘড়ি মাঠের আলু তুলতে দেখা যায়। বর্ষায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। ফের নতুন করে ক্ষতির মুখে পড়ায় কার্যত দিশেহারা তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
