Rachana Banerjee: বই হাতে পড়া ধরলেন ছাত্রদের, 'দিদিমণির' ভূমিকায় হুগলির স্কুলে সাংসদ
Hooghly News: বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম শ্রেণির ঘরে ঢুকে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সারলেন সাংসদ।
সৌরভ বন্দ্যোপাধ্য়ায় ও সোমনাথ মিত্র, হুগলি: 'দিদি নং ওয়ান' থেকে এবার 'দিদিমণির' ভূমিকায় হুগলির সাংসদ। পান্ডুয়ার খন্নান প্রাইমারি স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন রচনা বন্দ্যোপাধ্যায় (TMC MP Rachana Banerjee)। পড়ার বই নিয়ে রীতিমতো পড়া ধরলেন তিনি।
'দিদিমণির' ভূমিকায় হুগলির সাংসদ: বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম শ্রেণির ঘরে ঢুকে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সারলেন সাংসদ। পঞ্চম শ্রেণির এক ছাত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের "আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে," শোনান সাংসদকে। পড়ার বই হাতে নিয়ে একাধিক শব্দের বানান জিজ্ঞাসা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সবাই ঠিকঠাক উত্তর দেওয়ায় খুশি সাংসদ। সবাইকে ভাল করে পড়াশোনা করার পরামর্শ দেন রচনা বন্দ্যোপাধ্যায়।
এদিন পান্ডুয়ার খন্নান প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও রাধারানি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সাংসদ। তাঁর সঙ্গে ছিলেন হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী সহ অন্যান্যরা। স্কুল থেকে বেরিয়ে সাংসদ বললেন, খুব ভাল। সুন্দর স্কুল হচ্ছে। বাচ্চারা সবাই সুন্দরভাবে পড়াশোনা করছেন। মিড ডে মিল চলছে। বাচ্চাদের সঙ্গে খুব মজা লেগেছে। সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে। পাশাপাশি স্কুলের পরিকাঠামো নিয়ে কিছুটা উস্মা প্রকাশ করেন। তিনি জানান, "টেবিল চেয়ার কম, অনেকে মেঝেতে বসে আছে। সেটা দরকার। আরও কয়েকটা শ্রেণি কক্ষ হলে ভাল হয়। একটা-দুটো ঘর বন্ধ আছে চাঙর খসে পড়ছে বলে। সেটা মেরামতি করলে ঠিক হয়ে যাবে।''
পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, "সরকারি স্কুলেও ভাল পড়াশোনা হয়, ইংরেজি শিক্ষা হয়। ক্লাস ফাইভ পর্যন্ত সেটা ভালভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না।পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না। বরং বড় স্কুলে গিয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে এমন ভাবেই তাদের তৈরি করতে হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Adhir Chowdhury: অধীর কি বিজেপি-তে যাবেন? 'অন্য রাস্তা নেই', বলছেন শমীক