Accident News : জাতীয় সড়কে যাত্রাদলের বাসে সজোরে ধাক্কা লরির, হুগলিতে গুরুতর আহত ১২ জন
Hooghly News : ১২ জন আহতের মধ্যে ১০ জনেরই অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শ্রীরামপুর ওয়েলস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রত্যেকেরই মাথা ফেটে গিয়েছে। গুরুতর আহত ৩-৪ জন কলাকুশলী।
সোমনাথ মিত্র, হুগলি : জাতীয় সড়কে (National Highway Accident) দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা লরির। যাত্রাদলের বাসের পিছনের অংশ দুমড়ে, মুচড়ে আহত একাধিক। দলের ১২ জন কলাকুশলীকে দুর্ঘটনার পর ভর্তি করা হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। যার মধ্যে অবস্থা গুরুতর ৩-৪ জনের। মাথা ফেটেছে যাত্রাদলের প্রায় ১০ জন সদস্যের। তাঁদের প্রত্যেককেই স্থানান্তরিত করা হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। জাতীয় সড়কে ভয়াবহ ঘটনার পর সেখানে হাজির হয় পুলিশ। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচলও।
স্থানীয় সূত্রের খবর, কলকাতার (Kolkata) চিৎপুরের "নিউ দেবাঞ্জলি অপেরা" যাত্রাদলের সদস্যরা গতরাতে বর্ধমানের খন্ডঘোষে শো করতে গিয়েছিলেন। সেখান থেকে যাত্রা শেষে ফিরছিলেন ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে। নামখানা এলাকায় এদিনও তাঁদের "ফুলেশ্বরীর ফুলশয্যা" নামক যাত্রা মঞ্চায়নের কথা ছিল। তার আগেই বিপত্তি। অভিনেতা, শিল্পী, মেক আপ আর্টিস্ট সহ মোট ১৯ জন কলাকুশলীকে নিয়ে যাওয়া বাসটি সিঙ্গুরের খাসেরভেড়ি এলাকায় ভোরের দিকে জাতীয় সড়কে এক জায়গায় দাঁড়ায়। কয়েকজন বাস থেকে যার মাঝে নিচে নেমেছিলেন। সেই সময়ই বিপত্তি।
বাসের পিছনে সজোরে এসে ধাক্কা মারে একটি লরি। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় যাত্রাদলের বাসের পিছনের অংশটি। জাতীয় সড়কের ধারের গার্ড রেল ভেঙে বাসটি ছিটকে গিয়ে পড়ে জঙ্গলে। যে সমস্ত কলাকুশলীরা সেই সময় বাস থেকে নিচে নেমেছিলেন তাঁরা নিস্তার পেলেও বাসে থাকা জনা ১২ শিল্পীই আহত হন। যাত্রাদলের এক অভিনেত্রী কৃষ্ণা মিশ্র জানান, বাসের ভেতরে ঘুমোচ্ছিলাম । হঠাৎই একটা প্রবল ধাক্কা খাওয়ার পরক্ষণেই দেখি বাসের পিছনে থাকা সবাই সামনের দিকে ছিটকে এসে পড়েছে। বাসের ভিতরটা রক্তে ভেসে যাচ্ছে। সবার গোঙানির আওয়াজ। এখনও দৃশ্যটা ভুলতে পারছি না।
দুর্ঘটনার জেরে প্রচণ্ড এক আওয়াজ হওয়ায় কিছুক্ষণের মধ্যে সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই হাত লাগান প্রাথমিক উদ্ধারকাজে। যাত্রাদলের বাকি সদস্য ও স্থানীয়রাই আহতদের নিয়ে যান সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ১২ জন আহতের মধ্যে ১০ জনেরই অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শ্রীরামপুর ওয়েলস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রত্যেকেরই মাথা ফেটে গিয়েছে। গুরুতর আহত ৩-৪ জন কলাকুশলী।
আরও পড়ুন- অতি গভীর নিম্নচাপের জেরে বাংলাজুড়ে বৃষ্টির আশঙ্কা, আপনার জেলায় কতটা বৃষ্টির পূর্বাভাস ?