Hooghly News: ৩১ মে থেকে বদল! ব্যান্ডেল স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নম্বর কী?
Bandel Station: ব্যান্ডেল জংশন স্টেশনে ইন্টার লকিং সিস্টেমের সঙ্গে এবার প্ল্যাটফর্মের নম্বরও বদল হতে চলেছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ব্যান্ডেল জংশন স্টেশনে ইন্টার লকিং সিস্টেমের সঙ্গে এবার প্ল্যাটফর্মের (Platform) নম্বরও বদল হতে চলেছে। এই মর্মে পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে?
ব্যান্ডেলে (Bandel) এতদিন প্ল্যাটফর্ম ছিল ১এ, ১বি, ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর। আগামী ৩১মে থেকে তাতেই বদল আসবে। ব্যান্ডেল স্টেশন ম্যানেজার এসএসই ওয়ার্কসকে প্লাটফর্ম নম্বর বদল করার কথা জানিয়েছেন।
কোন প্ল্যাটফর্ম কত নম্বর?
- ১ বি হয়ে যাবে ১ নম্বর।
- ১ এ হয়ে যাবে ২ নম্বর।
- ১ হয়ে যাবে ৩ নম্বর।
- ২ হয়ে যাবে ৪ নম্বর।
- ৩ হয়ে যাবে ৫ নম্বর।
- ৪ হয়ে যাবে ৭ নম্বর।
- ৫ হয়ে যাবে ৬ নম্বর প্ল্যাটফর্ম।
ট্রেন বন্ধ:
আজ দুপুর থেকে ব্যান্ডেল ও মগরার মাঝে বন্ধ হল ট্রেন চলাচল। সিগন্যালিং ব্যবস্থাকে উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য আগামী ৭২ ঘণ্টায় এই দুই স্টেশন দিয়ে ট্রেন চলাচল করবে না। আর এর জেরে প্রথম দিনেই ভোগান্তির শিকার হলেন যাত্রী। একদিকে সিগন্যালিং ব্যবস্থাকে উন্নত করা। অন্যদিকে থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য গত ১৬ মে থেকে কাজ শুরু হয়েছে এই অংশে! প্রথমে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর দুটো পর্যন্ত, এই ৩ ঘণ্টা কাজ চলছিল। শুক্রবার দুপুর ৩টে থেকে শুরু হল চূড়ান্ত পর্যায়ের কাজ! রবিবার দুপুর ৩টে পর্যন্ত ব্যান্ডেল ও মগরার মধ্যে কোনও ট্রেন চলবে না। তবে যাত্রীদের সুবিধার জন্য একদিকে হাওড়া থেকে চুঁচূড়া পর্যন্ত এবং বর্ধমান থেকে খন্যান পর্যন্ত ট্রেন চালাবে রেল। সেইমতো এদিন বেলা ১২টা ২২ মিনিটে বর্ধমান থেকে খন্যানের উদ্দেশে শেষ ট্রেন ছাড়ে।
আরও পড়ুন: রিক্সাচালকের সততার নজির, নিজের দারিদ্রতা ভুলে ফিরিয়ে দিলেন মানিব্যাগ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
