Rishra Fire : রিষড়ায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবস্টেশনে ভয়াবহ আগুন, আতঙ্কে স্থানীয়রা
Electricity Supply Disrupted : ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রিষড়া : রিষড়ায় (Rishra) রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবস্টেশনে (Sub-Station) ভয়াবহ আগুন। দিল্লি রোড (Delhi Road) লাগোয়া রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবস্টেশনে আগুন। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ব্যাহত বিদ্যুৎ পরিষেবা (Electricity Supply Disrupted)। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন।
২ নম্বর জাতীয় সড়ক বা দিল্লি রোডের উপর রয়েছে এই সাবস্টেশন। বিস্তীর্ণ এলাকা জুড়ে সাবস্টেশন রয়েছে। যে ট্রান্সফর্মারে আগুন লেগেছে, তার কাছে বহু জ্বালানি মজুত রয়েছে। ফলে, দমকল বিভাগের কাছে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে। দূর থেকে দমকর্মীকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু, এখনও পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বিভিন্ন দিক থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আশপাশের এলাকা। কীভাবে এই আগুন লাগল তা বোঝা যাচ্ছে না। দমকলের আরও ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। আপাতত তিন দিক থেকে ঘিরে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে।
দিনকয়েক আগে শিয়ালদার বিআর সিং হাসপাতালে আগুন-
দিনকয়েক আগে শিয়ালদার বিআর সিং হাসপাতাল (BR Singh Hospital Fire) আগুন লাগে। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।
দুপুরে আচমকা ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায়। জানা যায়, হাসপাতালের আপদকালীন বিভাগের কাছেই আগুন লাগে। তা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আচমকা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিবার থেকে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মীদের সকলে। আপদকালীন বিভাগের বাইরে বেরিয়ে আসেন চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা। খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগ। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয় সেখানে। হাসপাতাল চত্বরে বসানো হয় হোসপাইপ। জানলার গ্রিলের মধ্যে দিয়ে পাইপ ঢোকানো হয় ভিতরে। তার পর পুরোদমে কাজে নেমে পড়েন দমকল বিভাগের কর্মীরা। হাসপাতালের কর্মীদের সকলকে বাইরে বের করে দেওয়া হয়।
এ দিন অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে যেমন দমকলবাহিনী পৌঁছয়, তার পাশাপাশি এসে পৌঁছয় রেল পুলিশের একটি দলও। এন্টালি থানার একটি দলও পৌঁছয় হাসপাতালে। রোগী এবং সকলের সুরক্ষার বিষয়টিতে প্রাধান্য দেওয়া হয় মূলত। যাতে উত্তেজনা না ছড়ায়, সে দিকেও নজর দেওয়া হয়। কোথাও যাতে কোনও সমস্যা না থেকে যায়, তা-ও দেখা হয়।
আরও পড়ুন ; ভাঙচুর-ইটবৃষ্টি-আগুন, রাম নবমীর মিছিল ঘিরে অশান্ত রিষড়া