Hooghly News: ভিডিও কলে সেক্সটরশনের শিকার তৃণমূল বিধায়ক
Asit Majumder: জানা গিয়েছে, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এমনই ঘটনার শিকার হয়েছেন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভিডিও কল করে নগ্ন ছবি দেখিয়ে সেক্সটরশনের শিকার হচ্ছেন বহু মানুষ। কিছুদিন আগেই এমন ঘটনা ঘটে আরও এক রাজনৈতিক নেতার সঙ্গে। ফের সেই একই ঘটনা ঘটল তৃণমূল (TMC) বিধায়কের সঙ্গে। জানা গিয়েছে, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক (Chinsurah TMC MLA) অসিত মজুমদার (Asit Majumder) এমনই ঘটনার শিকার হয়েছেন।
নগ্ন ছবি দেখিয়ে তৃণমূল বিধায়ককে ফাঁদে ফেলার চেষ্টা-
জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর সকালে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের মোবাইলে একটি ভিডিও কল (Video Call) আসে। কলটি রিসিভ করতেই তাঁর মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে এক মহিলার নগ্ন ছবি। ঘটনার সঙ্গে সঙ্গে বিধায়ক ফোন কেটে দেন। এরপর তিনবার একই নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। পরের দিন দিল্লি পরিলিশের এক অফিসারের পরিচয় দিয়ে একজন হোয়াটসঅ্যাপ ভয়েসকল করে। বিধায়ক ওই ব্যক্তিকে বলেন যে, হোয়াটসঅ্যাপ (Whatsapp) নয়, সাধারণ ভয়েস কল করতে। প্রতারক ব্যক্তি এরপর বিধায়ক অসিম মজুমদারকে জানায় যে, ওই ভিডিও কলের ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম এবং সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছড়িয়ে দেওয়া হবে। বিধায়ককে হুমকি দেওয়া হয় যে, তাঁর কীর্তি সবাইকে জানিয়ে দেওয়া হবে। প্রতারকের কথায় বিধায়ক জানান যে, ওই ব্যক্তি যে পুলিশ নয়, তা তিনি বুঝতে পেরেছেন। তাই ব্ল্যাকমেল করে লাভ নেই।
আরও পড়ুন - Becharam Manna : দুর্ঘটনার কবলে বেচারাম মান্নার কনভয়, চোট মন্ত্রীর
প্রতারকের সঙ্গে কথপোকথনের পরই চুঁচুড়া থানা, চন্দননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আজ তিনি সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকে তিনি জানান যে, তাঁকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের চেষ্টা করছিল কেউ। তিনি তা বুঝতে পেরে গিয়েছেন। আর তিনি প্রতারকদের হাত থেকে রক্ষাও পেয়েছেন। পুলিশের সাইবার সেলে তিনি ইতিমধ্যেই সমস্ত ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ জানিয়েছেন। তিনি আরও জানাচ্ছেন যে, তাঁকে অনেকেই ফোন করেন। তাঁর এলাকায় অভাব অভিযোগের কথা জানাতে ফোন করেন। অনেক সময় ভিডিও কলও করেন। সেই জন্যই তিনি ভিডিও কল রিসিভ করেন। পরবর্তীকালে তিনি নিজে সতর্ক থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি সকলকে সতর্ক থাকার কথা জানিয়েছেন।






















